চরকাঁকড়া সেভেন স্টার সমিতির নির্বাচন যতোই ঘনিয়ে আসছে প্রার্থীদের ততই গণসংযোগ গতি বাড়ছে

Date:

এএইচএম মান্নান মুন্না :: কোম্পানীগঞ্জের বিভিন্ন পেশার মানুষের সঞ্চয় আমানত আর্থিক প্রতিষ্ঠান উত্তর চরকাঁকড়া সেভেন স্টার সমবায় সমিতি লি: নির্বাচন আগামী ৯ মার্চ। এবার নির্বাচন হচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। স্থানীয় সরকার নির্বাচনের মতো দিন যতই ঘনিয়ে আসছে, ততই গণসংযোগে গতি বাড়াচ্ছেন প্রার্থীরা।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী করছেন ৩ জন সহসভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদের ২জন, পরিচালক পদে ৯ জন মোট ১৭ জন প্রার্থী ভোটের মাঠ দখলে নিতে খুবব্যস্ত সময় পার করছেন। সকাল, সন্ধ্যা,রাত তারা বসে নেই ভোটারদের বাড়ীতে বাড়ীতে গিয়ে ভোট ভিক্ষা চাচ্ছেন। সভাপতি পদে লড়ছেন আব্দুল আজিজ (প্রতিক দেয়াল ঘড়ি),আব্দুল আউয়াল (প্রতিক চেয়ার), মামুনুর রশিদ ( প্রতিক ছাতা), সহসভাপতি পদে মিজানুর রহমান (প্রতিক বাইসাইকেল), রমজান আলী মিশন (প্রতিক মোবাইল), সিরাজ মিয়া (প্রতিক ঈগল), সাধারণ সম্পাদক পদে আবদুর রহমান (প্রতিক আনারস), মো:আলমগীর হোসেন (প্রতিক হরিণ), পরিচালক পদে এবিএম সিদ্দিক (প্রতিক মোরগ), আরিফ হোসেন (প্রতিক আম), মো: করিমল হক (প্রতিক ফুটবল), জাহাঙ্গীর আলম (প্রতিক প্রজাপতি), জিয়াউর রহমান (প্রতিক মই), নূরুল অমিত (প্রতিক চশমা), মিজানুর রহমান (প্রতিক তালাচাবি), মো: সামছুু উদ্দীন (প্রতিক উটপাখি), সবুজ মিয়া (প্রতিক মাছ)।

সমিতির এ নির্বাচন ঘিরে ভোটার এলাকায় আনাচে কানাচে চলছে প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যকার ভোটযুদ্ধ। প্রতিটি পাড়া-মহল্লা ছেয়ে গেছে সাদা-কালো পোস্টার ও রঙ্গিন ছবি এবং প্রতিকযুক্ত স্টিকার- ফ্যাস্টুন।

সমিতির উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাওয়া হচ্ছে। সবমিলিয়ে উৎসবের নগরীর আদল হয়ে উঠেছে এলাকা। প্রচারেই প্রসার—এই নীতিতে কমতি নেই প্রার্থীরা। এদিকে ভোটাররাও অনেকেই মুখ খুলছেন না তারা কাকে ভোট দিবেন। তবে, তারা ভোটের দিন যোগ্য লোক বেচে নিবেন বলে ভোটারদের অনেকেই জানিয়েছেন।

ভোটার এলাকায় আসলেই বোঝা যায় কতটা উৎসবমুখর পরিবেশে এবারের নির্বাচন হচ্ছে। পরিচালক প্রার্থীরাও থেমে নেই ৬জন পরিচালকের জন্য ৯জন প্রার্থী হয়েছেন এবার। নির্বাচনী এলাকায় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে চা আপ্যায়ন। ভোটাররা মুখ না খোলাতে এখনই বলা যাচ্ছে না কে জিতবেন।

ভোটের আগের দিন বোঝা যাবে কার অবস্থান বেশি শক্ত। প্রার্থীরা সবাই বলছেন ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি।সমিতির চলমান উন্নয়নে আমাকেই বেছে নেবে ভোটাররা ।

তবে, নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ভোটার বলেন, পরিবর্তনের লক্ষ্যে এবার ভোটাররা মুখিয়ে আছে।

২০০০ সালে এ সমিতি প্রতিষ্ঠিত হয়। অত্র সমিতির ৫৫২ জন সদস্য রয়েছেন। তার মধ্যে পুরুষ সদস্য ৩৭২ জন, মহিলা সদস্য ১৮০ জন। চলতি মাসের ৯ তারিখে সকাল ১০ থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করা হবে। এবার নিয়ে পঞ্চম বারের মতো ভোট হচ্ছে।

নির্বাচন কমিশনের সদস্য এম ওয়াহিদুর রহমান বলেন, কোন ধরনের যেন ভোটারদের আশঙ্কা না থাকে সে ব্যবস্থায় ভোট হবে। সুষ্ঠু, সুন্দর, উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে একটি গ্রহনযোগ্য নির্বাচন আমরা ভোটারদের উপহার দিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে নারীর অসামাজিক ও অনৈতিক কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী: প্রতিবাদে মানববন্ধন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ৯ নং ওয়ার্ডে...

কোম্পানীগঞ্জে বিএনপি নেতা ফখরুল ইসলাম’র বিরুদ্ধে গায়েবি পোষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

কেম্পনীগঞ্জ প্রতিনিধি :নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপির অন্যতম সদস্য শিল্পপতি মো....

মুছাপুর নদী ভাঙনে শত বছর পুরনো বাড়ীঘর বিলীন হয়ে যাচ্ছে

এএইচএম মান্নান মুন্না: ডাকাতিয়া নদীর তীব্র ভঙ্গনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ...

এখনো নোয়াখালীতে পানিবন্দি হাজারো মানুষ

এএইচএম মান্নান মুন্না :: দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ওপর দিয়ে বয়ে গেল স্মরণাতীতকালের ভয়াবহ বন্যা। এরমধ্যে ফেনীর পানি নেমে গেলেও নোয়াখালীতে এখনো কাটেনি বন্যার রেশ গত ১৫ দিন ধরে পানিবন্দি নোয়াখালীর বিভিন্ন উপজেলার কয়েক হাজার মানুষ ফলে সেখানকার বন্যার্ত মানুষের দুর্ভোগের শেষ নেই।বন্যা-পরবর্তী খাদ্য সংকটের পাশাপাশি প্রাদুর্ভাববেড়েছে পানিবাহিত বিভিন্ন রোগের।তাদের ঘরগুলোও এখনো বসবাস অনুপযোগী।সবচেয়ে...