চাটখিলে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা

Date:


মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের চাটখিলের জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে চাটখিল মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদের সঞ্চালনায় ও উপজেলা সহকারী কমিশনার ভূমি আকিব ওসমান এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এত উপস্থিত ছিলেন, ভিমপুর স্কুল এন্ড টেকনিক্যাল কলেজের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, চাটখিল থানার এস আই আলামিন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সায়েদুল হক, চাটখিল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ, মহিউদ্দিন বাবু, ভীমপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রুহুল আমিন বাচ্চু , নোয়াখোলা কাদেরীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মনির হোসেন মিলন, ডাক্তার ইউসুফ আলী প্রমুখ।
অনুষ্ঠান শেষে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে লক্ষী রানী দাস, শিক্ষা চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে সাহেলা পারভীন, সফল জননী নারী হিসেবে ফেরদৌস আরা খনম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী খাতিজা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী নারী শামীমা আক্তার মেরীসহ মোট ৫জন শ্রেষ্ঠ জয়তাকে ক্রেষ্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

চাটখিলে আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা
মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালী চাটখিলে আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদের সঞ্চালনায় ও উপজেলা সহকারী কমিশনার ভূমি আকিব ওসমান এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ভিমপুর স্কুল এন্ড টেকনিক্যাল কলেজের প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি আনোয়ার হোসেন, চাটখিল থানার এস আই আল আমিন, চাটখিল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আবুল কালাম আজাদ, চাটখিল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মহিউদ্দিন বাবু। এসময়ে উপস্থিত বক্তাগন দূর্নীতি বিরোধী বিষয়ক নানা ধরনের সতর্কতামূলক বক্তব্য প্রদান করেন।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সায়েদুল হক, ভীমপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রুহুল আমিন বাচ্চু , নোয়াখোলা কাদেরীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মনির হোসেন মিলন, ডাক্তার ইউসুফ আলী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

মুছাপুর নদী ভাঙনে শত বছর পুরনো বাড়ীঘর বিলীন হয়ে যাচ্ছে

এএইচএম মান্নান মুন্না:ডাকাতিয়া নদীর তীব্র ভঙ্গনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার...

এখনো নোয়াখালীতে পানিবন্দি হাজারো মানুষ

এএইচএম মান্নান মুন্না :দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ওপর দিয়ে বয়ে গেল স্মরণাতীতকালের ভয়াবহ বন্যা।এরমধ্যে ফেনীর পানি নেমে গেলেও নোয়াখালীতে এখনো কাটেনি বন্যার রেশ।  গত ১৫ দিন ধরে পানিবন্দি নোয়াখালীর বিভিন্নউপজেলার কয়েক হাজার মানুষ ফলে সেখানকার বন্যার্ত মানুষের দুর্ভোগের শেষ নেই। বন্যা-পরবর্তী খাদ্য সংকটের পাশাপাশি প্রাদুর্ভাববেড়েছে পানিবাহিত বিভিন্ন রোগের।তাদের ঘরগুলোও এখনো বসবাস অনুপযোগী।সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন নারী-শিশু ও বৃদ্ধরা।শুক্রবার দিনভর নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ৯ নম্বর দেউটি ইউনিয়ন ঘুরে দেখা যায় বানভাসি মানুষের দুর্ভোগ আর অসহায়তার চিত্র।সেখানকার অধিকাংশ রাস্তাঘাটে এখনো হাঁটুসমান পানি।কোথাও বা তার একটু নিচে।ইউনিয়নের নবগ্রামের ব্যাপারি বাড়িতে গিয়ে দেখা গেছে, বাড়ির সাতটি পরিবারই পানিবন্দি।সবার রান্নাঘরে পানি এখনো থৈ থৈ করছে।ঘরবাড়ী থেকে পানি নেমে গেলেও কাদামাটির মধ্যেই বসবাস করছেসাত পরিবারের প্রায় ৪০ জন সদস্য কোনো ঘরেই নেই মাটির চুলায় রান্নার ব্যবস্থা।শিশু,বৃদ্ধ আর অসুস্থ মানুষদের নিয়ে এই পরিবারগুলো পানিবন্দি দিন কাটাচ্ছে।এক সপ্তাহ ঘরে বাজার ছিল না, কোনো রকম শুকনো খাবার খেয়ে দিন পার করেছি।পানি আর কাদামাটিতে চলাচল করতে করতে পায়ে ক্ষত য়ে গেছে। পানি নামছেই না।ঘরের ভেতর ইট, কাঠ আর পাটের বস্তা বিছিয়ে হাঁটাচলা...

কাদের মির্জাসহ ৪৭ জনের বিরুদ্ধে ব্যবসায়ীর মামলা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কোম্পানীগঞ্জ...

একজন কর্মীবান্ধব ও মানবিক নেতা কামাল উদ্দিন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: একজন প্রকৃত নেতা তিনিই যিনি...