চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা :: রোগীর কাছ থেকে অবৈধভাবে টাকা দাবি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার আব্দুল্যাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খন্দকার মোশতাক আহম্মেদ এই তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেলেয়ার হোসেন (৩৫) নামে হাত ভাঙা এ রোগী জরুরি ওয়ার্ডে চিকিৎসা সেবা নিতে এলে জরুরি ওয়ার্ডে কর্মরত সহকারী মেডিকেল অফিসার আব্দুল্যাহ আল মামুন প্লাস্টারের অজুহাত দিয়ে রোগীর আত্মীয়স্বজনদের কাছ থেকে দেড় হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে প্লাস্টার করা যাবে না বলেন।
এ ব্যাপারে রোগীর আত্মীয়স্বজন স্থানীয় সংসদ সদস্য এইচ. এম ইব্রাহীমকে অবহিত করলে তিনি নিজে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ঘটনার সত্যতা পেয়ে বিষয়টি নোয়াখালী সিভিল সার্জনকে জানালে তাৎক্ষণিক আবদুল্যাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজ করে তাকে ভাসানচরে বদলি করা হয়।