কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: বঙ্গবন্ধু মুজিব শতবর্ষ উপলক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর পক্ষে শীতার্তদের মাঝে দুই হাজার কম্বল বিতরণ করেছে নোয়াখালীর বসুরহাট পৌরসভা।
সোমবার (০৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮ঘটিকায় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সভাপতিত্বে পৌর মিলনায়তনে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, বসুরহাট পৌরসভা মহিলা আওয়ামীলীগ সভাপতি পারভিন মুরাদ, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন মুক্তা প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এ বাংলাদেশ স্বাধীন হতো কিনা এটা অনিশ্চয়তা ছিল। বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না। আজকে স্বাধীনতার সুফল জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার নেতৃত্বে এ কোম্পানীগঞ্জে রাস্তা-ঘাট, পুল-কালভার্ট, স্কুল-কলেজ, মক্তব-মাদ্রাসা, মন্দির এমন কোন জায়গা নেই উন্নয়নের ছোঁয়া লাগেনি।