বেগমগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে উদ্বোধন করা হয়েছে করোনাভাইরাস পরীক্ষার ল্যাব। এক সপ্তাহের মধ্যেই সেখানে নমুনা পরীক্ষার কাজ শুরু হবে বলে জানান সংশ্লিস্টরা।
সূত্র জানায়, বেগমগঞ্জ চৌরাস্তায় অবস্থিত আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের ৬ষ্ঠ তলায় এ ল্যাব স্থাপন করা হয়েছে। রবিবার বিকেলে ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ। এসময় উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুস ছালাম, বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, ডা. এম এ নোমান, ডা. ফজলে এলাহী খান এনাম, মাহবুবুর রহমান প্রমূখ।
দুটি ডেমো টেস্টের মধ্য দিয়ে শুরু হয়েছে ল্যাবের কার্যক্রম। প্রায় এক সপ্তাহ চলবে এরকম ডেমো টেস্ট। এরপর প্রতিদিন এ ল্যাবে ৯২টি করে করোনা রোগীর নমুনা পরীক্ষা যাবে। নোয়াখালী জেলা ছাড়াও আশপাশের জেলাগুলোর করোনা পরীক্ষা হবে এ ল্যাবে। তবে সরাসরি কলেজে নমুনা সংগ্রহ করা হবে না। স্থানীয় স্বাস্থ্যকর্মীর মাধ্যমে নমুমা সংগ্রহের পর তা আনা হবে ল্যাবে।