নোয়াখালীতে গত ২৪ঘন্টায় করোনায় মৃত্যু ৫, মোট মৃত্যু ১৯৬

Date:

সদর (নোয়াখালী) সংবাদদাতা :: গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে করোনা আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৯৬ জনে।

বুধবার (৪ আগস্ট) রাতে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এসব তথ্য নিশ্চিত করে জানান, মৃত্যুর হার এক দশমিক ১৬ শতাংশ। এই সময়ে আরও ২৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত দাঁড়াল ১৬ হাজার ৮০৬ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩৩ দশমিক ০৯ শতাংশ। জেলায় মোট শনাক্তের হার ১৪ দশমিক ৪৩ শতাংশ।

তিনি বলেন, ‘২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে সোনাইমুড়ী, সুবর্ণচর ও বেগমগঞ্জের একজন করে এবং সদরের দুইজন রয়েছেন। এ ছাড়া নতুন আক্রান্তদের মধ্যে নোয়াখালী সদরের ৬০ জন, সুবর্ণচরের ১৩ জন, হাতিয়ার পাঁচজন, বেগমগঞ্জের ১২ জন, সোনাইমুড়ির দুইজন, চাটখিলের ১৩ জন, সেনবাগের নয় জন, কোম্পানীগঞ্জের ৯২ জন ও কবিরহাটের ৩০ জন রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘২৪ ঘণ্টায় জেলায় সুস্থ হয়েছেন ২৭২ জন। জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ১০ হাজার ৫৯২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩ দশমিক ০৩ শতাংশ।’

এদিকে জেলায় মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছয় হাজার ১৬ জন। এর মধ্যে শ্বাসকষ্ট নিয়ে কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি আছেন ৯১ জন।

জেলায় মোট আক্রান্ত রোগীর মধ্যে নোয়াখালী সদরে পাঁচ হাজার ৭৯১ জন, সুবর্ণচরে ৬২৩ জন, হাতিয়ায় ২৫১ জন, বেগমগঞ্জে তিন হাজার ১৬৯ জন, সোনাইমুড়ীতে এক হাজার ৩৪৮ জন, চাটখিলে ৯৭৫ জন, সেনবাগে এক হাজার ১১২ জন, কোম্পানীগঞ্জে এক হাজার ৯৬৩ জন ও কবিরহাটে এক হাজার ৫৭২ জন রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের ভগ্নিপতিকে কুপিয়ে জখম

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জেলা পরিষদের...

কোম্পানীগঞ্জে প্রাইভেট ক্লিনিক সমিতির কমিটি গঠন- কুদ্দুস সভাপতি, নুরনবী সম্পাদক

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :কোম্পানীগঞ্জ উপজেলা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার...

যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টাকে মুছাপুর রেগুলেটর পুন:নির্মাণের দাবীতে  স্বারক লিপি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা  :কোম্পানীগঞ্জে  মুছাপুর রেগুলেটর পুন:নির্মাণের দাবীতে অন্তর্বর্তীকালীন...

বন্যার্ত তিন’শ পরিবারকে ব্যবসায়ী সমবায় সমিতি’র আর্থিকসহায়তা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :এবার বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লি:বন্যা দূর্গতদের...