সদর (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীতে নাশকতা সৃষ্টি ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামায়াতের জেলা আমির মাওলানা মো. আলাউদ্দিনসহ (৬০) তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার অন্যরা হলেন জেলা জামায়াতের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. নাছিমুল গনি ওরফে মহল চৌধুরী (৪৫) ও জামায়াত নেতা ফখরুল ইসলাম দাউদ (৪০)।
বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে বেগমগঞ্জে ঝটিকা মিছিল করে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ১১ জনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। ওই মামলায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে জামায়াতের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে।