নোয়াখালীতে সর্দি-জ্বরের প্রকোপ বৃদ্ধি, করোনা আতঙ্ক

Date:

স্বাস্থ্য ডেস্ক :: নোয়াখালী জেলার বিভিন্ন গ্রামের ঘরে ঘরে হঠাৎ সর্দি, জ্বর ও কাশির প্রকোপ বেড়েছে। গত দুই সপ্তাহ ধরে এসব রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বাড়তি চাপ বেড়েছে। অপরদিকে, করোনার উপসর্গ ও ভাইরাসজনিত রোগের উপসর্গ একই হওয়ায় দুশ্চিন্তা ও আতঙ্কে রয়েছেন অনেকেই।

মাইজদী শহরতলীর দত্তের হাটের বাসিন্দা আনন্দ, রিয়া জানান, প্রথমে দুপুরে একটু মাথা ও জ্বর জ্বর ভাব। হালকা শুকনো কাশি। তবে খুব একটা বেশি না। রাতে ১০০-১০৪ ডিগ্রি পর্যন্ত জ্বর। পরে শুরু হয় সর্দি। করোনার ভয়ে আতঙ্কিত তারা। এজন্য পরিবারের অন্য সদস্যদের থেকে আলাদা থাকতে শুরু করেন তারা।

মাহবুব নামে এক ব্যক্তি জানান, জ্বর না কমায় তিন দিন পর করোনার পরীক্ষা করান তিনি। পরে করোনার নেগেটিভ রিপোর্ট আসে। জ্বরও কিছুটা কমে গেছে। তবে শরীর ব্যথা ও দুর্বল।

এমন চিত্র শুধু একটি পরিবারের নয়। নোয়াখালী জেলার বিভিন্ন গ্রাম-গঞ্জের ঘরে ঘরে এখন জ্বর সর্দির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ঘরের একজনের জ্বর হলে, অন্য সকলেরই জ্বর হচ্ছে। চিকিৎসকরা বলছেন, এটা নাকি মৌসুমি জ্বর। আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে বেশি করে তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা।

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. ইয়াকুব আলী মুন্সী জানান, এ জ্বর হলো সিজনাল ফ্লু। যখন দিনে বেশি গরম ও রাতে কিছুটা ঠান্ডা হয়, তখন এ ধরনের জ্বর ও সর্দি হয়। আবহাওয়ার পরিবর্তনের কারণে হতে পারে। ভয়ের কিছু নেই।

তিনি আরো জানান, এই জ্বর হলে অনেকেই নিজের মতো করে নাপা বা অ্যান্টিবায়োটিক কিনে খান। এটা মোটেও ঠিক না। যদি জ্বর হয়, তাহলে অবশ্যই একজন চিকিৎসক দেখিয়ে তার পরামর্শ মতো ওষুধ খেতে হবে। কেননা, এখন করোনাভাইরাসও রয়েছে।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান ও ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. হেলাল উদ্দিন জানান, এটা সিজনাল ফ্লু, এক জাতীয় ভাইরাস। তবে আতঙ্কের কিছুই নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে বিএনপি নেতা ফখরুল ইসলাম’র বিরুদ্ধে গায়েবি পোষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

কেম্পনীগঞ্জ প্রতিনিধি :নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপির অন্যতম সদস্য শিল্পপতি মো....

মুছাপুর নদী ভাঙনে শত বছর পুরনো বাড়ীঘর বিলীন হয়ে যাচ্ছে

এএইচএম মান্নান মুন্না: ডাকাতিয়া নদীর তীব্র ভঙ্গনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ...

এখনো নোয়াখালীতে পানিবন্দি হাজারো মানুষ

এএইচএম মান্নান মুন্না :: দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ওপর দিয়ে বয়ে গেল স্মরণাতীতকালের ভয়াবহ বন্যা। এরমধ্যে ফেনীর পানি নেমে গেলেও নোয়াখালীতে এখনো কাটেনি বন্যার রেশ গত ১৫ দিন ধরে পানিবন্দি নোয়াখালীর বিভিন্ন উপজেলার কয়েক হাজার মানুষ ফলে সেখানকার বন্যার্ত মানুষের দুর্ভোগের শেষ নেই।বন্যা-পরবর্তী খাদ্য সংকটের পাশাপাশি প্রাদুর্ভাববেড়েছে পানিবাহিত বিভিন্ন রোগের।তাদের ঘরগুলোও এখনো বসবাস অনুপযোগী।সবচেয়ে...

কাদের মির্জাসহ ৪৭ জনের বিরুদ্ধে ব্যবসায়ীর মামলা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কোম্পানীগঞ্জ...