সদর (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির প্রথম সভা শনিবার বিকেলে দলের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভা শুরুর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নব গঠিত জেলা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন ও সহিদ উল্লাহ খান সোহেল।
সভার শুরুতে জেলা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিমের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায় অ্যাডভোকেট শিহাব উদ্দিনে শাহিনের সঞ্চালনায় শোক প্রস্তাব পাঠ করে যুগ্ম আহবায়ক সহিদ উল্লাহ খান সোহেল। শোক প্রস্তব পাঠ শেষে প্রয়াত আওয়ামী লীগ নেতাদের আত্মার শান্তি কামনা এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক মো: হানিফের রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সভায় নব গঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের পরিচিতি, রাজনৈতিক, সাংগঠনিক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় আহ্বায়ক কমিটির ৮৭ সদস্যের মধ্যে ৫২ সদস্য উপস্থিত ছিলেন।