কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: সত্যবচনে আলোচিত মেয়র কাদের মির্জার গাড়ী বহরে হামলা। প্রতিবাদে কোম্পানীগঞ্জে বিক্ষোভ মিছিল চলছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে নোয়াখালীর বসুরহাট থেকে চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাওয়ার পথে ফেনী‘র দাগনভূঞা ভূঁঞা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
জানাগেছে, বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের আজ ভোরে চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ। শপথ অনুষ্ঠানে যাওয়ার পথে হামলাকারীরা ফেনীর জেলার দাগনভূঞা বাজারে কাদের মির্জার গাড়ি বহরে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে সেলিম নামের এক আওয়ামীলীগের নেতা আহত হয়।
এ বিষয়ে কাদের মির্জা বলেন, আজকে চট্রগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে আমার শপথ গ্রহন। আমি সকালে চট্রগ্রামে আসার পথে যারা ফেনীর একরামুল হককে পুড়িয়ে হত্যা করেছে ওই চক্রের লোকজন আমার গাড়ী বহরে হামলা করে। এতে আমার এক কর্মী আহত হয়।
এদিকে কোম্পানীগঞ্জে এ খবর ছড়িয়ে পড়লে উপজেলার রামপুর ইউনিয়ন সহ কয়েকটি ইউনিয়নে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীলীগের নেতা কর্মীরা। বসুরহাট পৌরসভার রুপালী চত্তরে বিক্ষোভ মিছিল প্রতিবাদ অব্যাহত রয়েছে।