বসুরহাট পৌর বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও বাজেট ঘোষণা

Date:

এএইচএম মান্নান মুন্না:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সুনামধন্য আর্থিক প্রতিষ্ঠান বসুরহাট পৌরবহুমুখী সমবায় সমিতি লি: এর ২৭তম বার্ষিক সাধারণ সভা ও বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বসুরহাট পৌর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ সাহাব উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি। তিনি বিগত ২৬ তম বার্ষিক সাধারণ সভার কার্য বিবরণী, বাৎসরিক রিপোর্ট, অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির প্রতিবেদন, ২০-২১ অর্থ বৎসরের বার্ষিক অডিট রিপোর্ট এবং ২০২১ – ২০২২অর্থ বছরের বাজেট পেশ করেন। 

সমিতির হিসাব রক্ষক মোঃ মমিনুল হকের সঞ্চালনায় সম্পূরক বাজেটের ওপর বক্তব্য রাখেন বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর সভাপতি নুর হোসেন ফরহাদ,  সদস্য আবদুল ওয়াদুদ সবুজ, মো: ওমর ফারুক সাইফুদ্দীন  সবুজ  প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সমিতির পরিচালক মোঃ সিরাজ আলম, আবদুল্লাহ আলম মামুন,জাহাঙ্গীর আলম ,আলা উদ্দিন ,মহি উদ্দিন,আহছান উল্যাহ আলো ,সাহাব উদ্দীন প্রমূখ।

বক্তব্য শেষে ২০২১-২২অর্থ  বছরে ৭কোটি ১০ লক্ষ টাকা মূলধন বাজেট ও ৬১ লক্ষ ৫০ হাজার  টাকা রাজস্ব বাজেট পেশ করা হলে উপস্থিত সকল সদস্যদের কণ্ঠ ভোটে অনুমোদন দেয়া হয়। শেষে ২০-২১ অর্থ বছরের সর্বোচ্চ শেয়ার ক্রয় ও সঞ্চয় জমার উপর ৪শ’৪০জন  সম্মাননা পুরস্কার প্রদান এবং ৫০জন উপস্থিত র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অপরদিকে উপস্থিত ৪শ’১৬জন সদস্যদের মাঝে উপস্থিতি ভাতা ৫শ টাকা করে ২লক্ষ ৮হাজার টাকা বিতরণ করা হয়।

এছাড়াও ২০ – ২০২১অর্থ বছরে অর্জিত লভ্যাংশ শেয়ারের উপর ৬শতাংশ  হারে ১০ লক্ষ ৪৮ হাজার ৫৬ টাকা ।সঞ্চয় আমানত এর উপর ৫ শতাংশ হারে ১০ লক্ষ ২১ হাজার ৩শ’৪ টাকা ।সর্বমোট ২০ লক্ষ ৬৯ হাজার  ৩শ’ ৬০ টাকা বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে বিএনপি নেতা ফখরুল ইসলাম’র বিরুদ্ধে গায়েবি পোষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

কেম্পনীগঞ্জ প্রতিনিধি :নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপির অন্যতম সদস্য শিল্পপতি মো....

মুছাপুর নদী ভাঙনে শত বছর পুরনো বাড়ীঘর বিলীন হয়ে যাচ্ছে

এএইচএম মান্নান মুন্না: ডাকাতিয়া নদীর তীব্র ভঙ্গনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ...

এখনো নোয়াখালীতে পানিবন্দি হাজারো মানুষ

এএইচএম মান্নান মুন্না :: দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ওপর দিয়ে বয়ে গেল স্মরণাতীতকালের ভয়াবহ বন্যা। এরমধ্যে ফেনীর পানি নেমে গেলেও নোয়াখালীতে এখনো কাটেনি বন্যার রেশ গত ১৫ দিন ধরে পানিবন্দি নোয়াখালীর বিভিন্ন উপজেলার কয়েক হাজার মানুষ ফলে সেখানকার বন্যার্ত মানুষের দুর্ভোগের শেষ নেই।বন্যা-পরবর্তী খাদ্য সংকটের পাশাপাশি প্রাদুর্ভাববেড়েছে পানিবাহিত বিভিন্ন রোগের।তাদের ঘরগুলোও এখনো বসবাস অনুপযোগী।সবচেয়ে...

কাদের মির্জাসহ ৪৭ জনের বিরুদ্ধে ব্যবসায়ীর মামলা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কোম্পানীগঞ্জ...