কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালী কোম্পানীগঞ্জের ব্যবসায়ীদের অার্থিক প্রতিষ্ঠান বসুরহাট পৌর বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ২২ তম বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন গত শুক্রবার সন্ধ্যা ৭ টায় বসুরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
সভা সভাপতিত্ব করেন, সমিতর সভাপতি মোঃ সাহাব উদ্দিন, শুভেচ্ছা বক্তব্য ও সাধারণ সভার বার্ষিক রির্পোট পেশ করেন সমিতির সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি মোঃ হানিফ বাবু ,এ সময়ে উপস্থিত ছিলেন,সমিতির পরিচালক মহিউদ্দিন,জাকের হোসেন মিলন,অাবদুল্লা অাল মামুন, সিরাজ অালম, মোঃসেলিম,অায়ুব খাঁন, অপর দিকে সমিতির হিসাব রক্ষক মো মমিনুল হক এর সঞ্চালনায়, বাজেট এর ওপর সম্পূরক অালোচনা করেন, সমিতির বিজ্ঞ সদস্য অবু অনছার কাওচার, নূর হোসেন ফরহাদ, নূরুল হক সবুজ,
তাদের অালোচনার পর সকল সদস্য কর তালির মধ্য দিয়ে অাগামী ২০১৬ -২০১৭ইং সালের অর্থ বৎসরের বাজেট অনুমোদন দেন। শেষে সভাপতি মোঃ সাহাব উদ্দিন বিগত ২০১৫ -২০১৬ অর্থ বৎসরের সঞ্চয়ের ওপর১২% হারে ২১ লক্ষ ২৭ হাজার ৩ শ’১ টাকা।শেয়ার ওপর১৫% হারে২০ লক্ষ ২৮ হাজার ৩ শ’ ২৮ টাকা লভ্যাংশ ঘোষণা করেন।
এ লভ্যাংশের টাকা ৬শ’ সদস্যদের মাঝে প্রদান করেন। পরে উপস্থিত সদস্যদের সন্মানে ৬০ জন র্্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।