বাহরাইনে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু

Date:

প্রবাস ডেস্ক :: বাহরাইনে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

সাহাব উদ্দিন উপজেলার রসুলপুর ইউনিয়নের জমিদারহাট এলাকার দীনেশগঞ্জ গ্রামের মজিবুল হকের ছেলে।

বাহরাইন প্রবাসী সালাহ উদ্দিন বলেন, বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে নিজ বাসায় সাহাব উদ্দিন স্ট্রোক করেন। পরে তিনি নিজেই হেঁটে সালমানিয়া হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহতের স্ত্রী রেহানা আক্তার বলেন, আমার স্বামীর দেশে আসার কথা ছিল, সেই আসা এখন শেষ আসা হলো। আমার সব শেষ হয়ে গেল। সরকারের সহযোগিতা ও আইনি প্রক্রিয়া শেষে সাহাব উদ্দিনের মরদেহ দূতাবাসের মাধ্যমে শিগগিরই দেশে পাঠানোর অনুরোধ জানিয়েছেন তার স্ত্রী।

রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রশিদ বলেন, ভাগ্য পরিবর্তনের আশায় ২০০৬ সালে বাহরাইনে পাড়ি জমিয়েছিলেন সাহাব উদ্দিন। তিনি স্ত্রীসহ এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ দেশে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলার ঘটনায় যা বললেন আসিফ নজরুল

টাইম আন্তর্জাতিক ডেস্ক :ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা...

বাংলাদেশকে বিজেপি ও বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর হুমকি

টাইম ডেস্ক :পশ্চিমবঙ্গ বিজেপি নেতা ও বিধানসভার বিরোধী নেতা...

নোয়াখালীতে মৎস্য চাষ প্রশিক্ষণ উদ্ধোধন

নোয়াখালী প্রতিনিধি : ‘দক্ষ যুব গড়ছে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই...