কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাহাব উদ্দিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না, নারী নেত্রী নাজমা বেগম শিপা’র সঞ্চালনায় এই সময়ে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভিন, ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, উপজেলা কৃষি কর্মকর্তা বেলাল হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফা কামাল, নারী নেত্রী শাহেদা আক্তার ও পারভিন আক্তার।
সংবর্ধনা শেষে সফল জননী মনোয়ারা বেগম, শিক্ষা চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ফাহমিদা হায়াত, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু করা নারী রীনা রাণী শীল, সমাজ উন্নয়নে অবদান রাখা নারী লিপিকা রাণী মজুমদার ও অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী উদ্যোক্তা ফারহানা আক্তারের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ করা হয়।