কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর ‘কোম্পানীগঞ্জ বেসরকারী মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লি: এর নির্বাচনে
কোম্পানীগঞ্জ মডেল হাই স্কুল’র সিনিয়র শিক্ষক ও সাংবাদিক ফরিদ উদ্দিন রাশেদ সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন- আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহিদ উল্যাহ খোকন।
সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শাহজাদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদ ছাড়া ১১টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন,
সাধারণ সম্পাদক পদে শহীদ উল্যাহ খোকন (প্রতীক আনারস) ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ মহিন উদ্দিন (প্রতীক মোটর সাইকেল) পেয়েছেন ১১৯ ভোট,৩৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মোঃ আবুল হোসেন সোহাগ (প্রতীক হরিণ)।
পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোসাম্মৎ গোলশান আক্তার, গোপাল চন্দ্র মজুমদার, মোঃ ফয়জুর রহমান, মোঃ আবুল বাশার, মোহাম্মদ আল হেলাল উদ্দিন, মোহাম্মদ ইব্রাহীম।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বসুরহাট স্কাউট ভবনে মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
৩৯৬ ভোটারের মধ্যে ৩০৪ ভোট ভোটারা ভোটাধিকার প্রয়োগ করেন।১২ বৎসর পর ব্যালটের মাধ্যমে ভোটারগণ (শিক্ষক – শিক্ষিকা) তাদের ভোটাধিকার প্রয়োগ করে উচ্ছ্বাসিত হন।
নির্বাচন কমিশনার কোম্পানীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।