চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর চাটখিলে পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখার দায়ে ১৪ এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে পাঁচগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম মোসা বলেন, আজ ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথমপত্রের পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন ১৪ জন পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া যায়। পরে তাদের বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে মোবাইল ফোনগুলো জব্দ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, বহিষ্কৃত ওই ১৪ জন পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজের ছাত্র। কঠোর নির্দেশনা থাকা সত্ত্বেও তারা পরীক্ষার হলে মোবাইল ফোন রাখায় তাদের এ শাস্তি দেওয়া হয়েছে।