সভাপতির পদ থেকে অবসরের ঘোষনা দিলেন কাদের মির্জা ঘোষিত আওয়ামীলীগ কমিটির সভাপতি

0
4

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ঘোষিত কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কমিটির সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল সভাপতির পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন।

রোববার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি নিজেই সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, তিনি বর্তমান অসুস্থ রাজনীতিতে অভ্যস্থ নয়। তাই তিনি এ দল থেকে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন। কোম্পানীগঞ্জ উপজেলায় বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে তার এই অবসর গ্রহণ বলে তিনি মন্তব্য করেন। এ সয়ম তিনি আক্ষেপ করে বলেন সুস্থ সুন্দর রাজনীতি করে তিনি কোন মূল্যায়ন পাননি। ওবায়দুল কাদেরের কাছে দুই বার গিয়েছি। পা ধরে কেঁদেছি তবুও ছেলেটার চাকরি হয়নি।

উল্লেখ্য, ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল বর্তমান কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ১নং সহসভাপতি ছিলেন। বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা উপজেলা আওয়ামীলীগের বিবদমান দ্বন্দ্বের জের ধরে ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুলকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ঘোষণা করেন। এছাড়াও বাবুল চৌধুরী উপজেলা আওয়ামীলীগের তিন বারের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

ভিডিও দেখতে ক্লিক করুন :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here