সারা দেশে জাসদ’র ৯০ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন

Date:

নিউজ ডেস্ক:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মনোনীত ৯০ জন প্রার্থী নিজ নিজ নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের নিকট তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামীকাল থেকে দল মনোনীত প্রার্থীদের দলীয় প্রতীক মশাল বরাদ্দের চিঠি প্রদান করা শুরু হবে।

দাখিলকৃত প্রার্থীরা হলো ০১। পঞ্চগড়-১ মো: ফারুক আহম্মদ, ০২। দিনাজপুর-৪ এড. লিয়াকত আলী, ০৩। দিনাজপুর-৬ শাহ আলম বিশ্বাস, ০৪। নীলফামারী-৩ অধ্যাপক আজিজুল ইসলাম, ০৫। নীলফামারী-৪ মো:আজিজুল হক, ০৬। লালমনিরহাট-১ ডা. হাবিব মো: ফারুক, ০৭। লালমনিরহাট-৩ আজমুল হক পুতুল, ০৮। রংপুর-৩ সাহীদুল ইসলাম, ০৯। গাইবান্ধা-১ মো: গোলাম আহসান হাবিব মাসুদ, ১০। গাইবান্ধা-২ গোলাম মারুফ মনা, ১১। গাইবান্ধা-৩ এস এম খাদেমুল ইসলাম খুদী, ১২। জয়পুরহাট-১ আবুল খায়ের মো: শাখাওয়াত হোসেন, ১৩। জয়পুরহাট-২ আবুল খায়ের মো: শাখাওয়াত হোসেন, ১৪। বগুড়া-১ এড. হাসান আকবর আফজল হারুন, ১৫। বগুড়া-৩ আব্দুল মালেক সরকার, ১৬। বগুড়া-৪ এ কে এম রেজাউল করিম তানসেন, ১৭। বগুড়া-৫ রাসেল মাহমুদ, ১৮। বগুড়া-৬ এড. এমদাদুল হক ইমদাদ, ১৯। বগুড়া-৭ মো: আব্দুর রাজ্জাক, ২০। নওগাঁ-৫ এস এম আজাদ হোসেন মুরাদ, ২১। রাজশাহী-২ আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, ২২। রাজশাহী-৬ জুলফিকার মান্নান জামী, ২৩। নাটোর-১ মো: মোয়াজ্জেম হোসেন, ২৪। সিরাজগঞ্জ-১ সাইফুল ইসলাম, ২৫। সিরাজগঞ্জ-৪ মোস্তফা কামাল বকুল, ২৬। সিরাজগঞ্জ-৬ মোজাম্মেল হক, ২৭। পাবনা-১ শেখ আনিসুজ্জামান, ২৮। পাবনা-২ মোছা: পারভীন খাতুন, ২৯। পাবনা-৪ মো: আব্দুল খালেক, ৩০। কুষ্টিয়া-১ শরিফুল কবির স্বপন, ৩১। কুষ্টিয়া-২ হাসানুল হক ইনু, ৩২। কুষ্টিয়া-৩ গোলাম মোহসীন, ৩৩। চুয়াডাঙ্গা-২ দেওয়ান মোঃ ইয়াছিন উল্লাহ, ৩৪। ঝিনাইদহ-২ ফজলুল করিম গামা, ৩৫। বাগেরহাট-৩ শেখ নুরুজ্জামান মাসুম, ৩৬। সাতক্ষীরা-১ শেখ মো: ওবায়েদুস সুলতান বাবলু, ৩৭। পটুয়াখালী-১ কে এম আনোয়ারুজ্জামান মিয়া (চুন্নু), ৩৮। পটুয়াখালী-৪ বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, ৩৯। ভোলা-১ বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, ৪০। বরিশাল-৬ মোঃ মোহসীন, ৪১। পিরোজপুর-১ সাইদুল ইসলাম ডালিম, ৪২। টাঙ্গাইল-৪ ড. এস এম আবু মোস্তফা, ৪৩। টাঙ্গাইল-৭ মো: মঞ্জুর রহমান মজনু, ৪৪। শেরপুর-২ লাল মো: শাহজাহান কিবরিয়া, ৪৫। ময়মনসিংহ-২ এড. শিব্বির আহমেদ লিটন, ৪৬। ময়মনসিংহ-৪ এড. নজরুল ইসলাম চুন্নু, ৪৭। ময়মনসিংহ-৫ মোঃ শামসুল আলম খান সাংবাদিক, ৪৮। ময়মনসিংহ-৬ সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, ৪৯। ময়মনসিংহ-৭ রতন সরকার, ৫০। ময়মনসিংহ-৯ এড. গিয়াস উদ্দিন, ৫১। ময়মনসিংহ-১১ এড. সাদিক হোসেন, ৫২। নেত্রকোণা-৪ মো: মসফিকুর রহমান, ৫৩। মানিকগঞ্জ-১ আফজাল হোসেন খান জকি, ৫৪। মানিকগঞ্জ-২ মো: রফিকুল ইসলাম সিদ্দিকী, ৫৫। মানিকগঞ্জ-৩ সৈয়দ সারোয়ার আলম চৌধুরী, ৫৬। ঢাকা-৭ হাজী ইদ্রিস ব্যাপারি, ৫৭। ঢাকা-৯ এড. নিলাঞ্জনা রিফাত (সুরভী), ৫৮। ঢাকা-১৪ এড. আবু মো: হানিফ, ৫৯। ঢাকা-১৫ মুহাম্মদ সামছুল ইসলাম সুমন, ৬০। গাজীপুর-৩ জহিরুল হক মন্ডল বাচ্চু, ৬১। গাজীপুর-৫ মোহাম্মদ তারিকুল ইসলাম আকন্দ (লিটন), ৬২। নরসিংদী-২ জায়েদুল কবীর, ৬৩। নরসিংদী-৫ মো: মাহফুজুর রহমান (রাহাত), ৬৪। নারায়ণগঞ্জ-৪ মো: সৈয়দ হোসেন, ৬৫। রাজবাড়ী-২ আব্দুল মতিন মিয়া, ৬৬। গোপালগঞ্জ-২ মো: ফুলমিয়া মোল্লা, ৬৭। শরীয়তপুর-২ মো: ফিরোজ মিয়া (ফিরোজ শাহী), ৬৮। সুনামগঞ্জ-৪ আবু তাহের মো: রুহুল আমিন (তুহীন), ৬৯। মৌলভীবাজার-২ এড. বদরুল হোসেন ইকবাল, ৭০। মৌলভীবাজার-৩ আব্দুল মোসাব্বির, ৭১। ব্রাহ্মণবাড়িয়া-৩ মো: আব্দুর রহমান খান (ওমর), ৭২। ব্রাহ্মণবাড়িয়া-৫ এড. আখতার হোসেন সাঈদ, ৭৩। কুমিল্লা-১ ধীমন বড়ুয়া, ৭৪। কুমিল্লা-৪ মামুনুর রশিদ, ৭৫। কুমিল্লা-৯ মনিরুল আনোয়ার, ৭৬। চাঁদপুর-১ মো: সাইফুল ইসলাম সোহেল, ৭৭। চাঁদপুর-২ মো: হাছান আলী সিকদার, ৭৮। চাঁদপুর-৫ মনির হোসেন মজুমদার, ৭৯। ফেনী-১ শিরীন আখতার, ৮০। নোয়াখালী-১ মো: হারুন অর রশীদ সুমন, ৮১। নোয়াখালী-২ নইমুল আহসান জুয়েল, ৮২। নোয়াখালী-৪ এস এম রহিম উল্যাহ, ৮৩। নোয়াখালী-৫ মোহাম্মদ মোকসুদের রহমান মানিক, ৮৪। লক্ষ্মীপুর-২ আমির হোসেন মোল্লা, ৮৫। লক্ষ্মীপুর-৪ মোশারেফ হোসেন, ৮৬। চট্টগ্রাম-৩ নুরুল আখতার, ৮৭। চট্টগ্রাম-১০ আনিসুর রহমান, ৮৮। চট্টগ্রাম-১১ মোঃ জসিম উদ্দিন, ৮৯। চট্টগ্রাম-১৬ কামাল মোস্তফা চৌধুরী।

(প্রেস বিজ্ঞপ্তি)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে নারীর অসামাজিক ও অনৈতিক কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী: প্রতিবাদে মানববন্ধন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ৯ নং ওয়ার্ডে...

কোম্পানীগঞ্জে বিএনপি নেতা ফখরুল ইসলাম’র বিরুদ্ধে গায়েবি পোষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

কেম্পনীগঞ্জ প্রতিনিধি :নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপির অন্যতম সদস্য শিল্পপতি মো....

মুছাপুর নদী ভাঙনে শত বছর পুরনো বাড়ীঘর বিলীন হয়ে যাচ্ছে

এএইচএম মান্নান মুন্না: ডাকাতিয়া নদীর তীব্র ভঙ্গনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ...

এখনো নোয়াখালীতে পানিবন্দি হাজারো মানুষ

এএইচএম মান্নান মুন্না :: দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ওপর দিয়ে বয়ে গেল স্মরণাতীতকালের ভয়াবহ বন্যা। এরমধ্যে ফেনীর পানি নেমে গেলেও নোয়াখালীতে এখনো কাটেনি বন্যার রেশ গত ১৫ দিন ধরে পানিবন্দি নোয়াখালীর বিভিন্ন উপজেলার কয়েক হাজার মানুষ ফলে সেখানকার বন্যার্ত মানুষের দুর্ভোগের শেষ নেই।বন্যা-পরবর্তী খাদ্য সংকটের পাশাপাশি প্রাদুর্ভাববেড়েছে পানিবাহিত বিভিন্ন রোগের।তাদের ঘরগুলোও এখনো বসবাস অনুপযোগী।সবচেয়ে...