হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর হাতিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ সভায় সিদ্ধান্ত মোতাবেক ছাত্রদলের প্রস্তাবিত কমিটির অনুমোদন না হওয়ায় উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে পদবঞ্চিতরা বিক্ষোভ ও ঝাডু মিছিল বের করেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার সদর ওছখালী বাজারে পদ বঞ্চিতরা বাজারে মিছিলটি বের করেন।
এ সময় তারা হাতিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইজ্ঞিনিয়ার তানভীর উদ্দিন রাজিবের কুশপুত্তলিকা দাহ করা করে। পরে ওছখালী কেএস এস সরকারি উচ্চ বিদ্যালয় গেইটে এক পথ সভায় বক্তব্য রাখেন, খন্দকার আরমান, আকতার হোসের কিরণ,সাঈদুরর হমান,আকবর হোসেন শেরআলী প্রমূখ।
বক্তারা বলেন, জেলা ছাত্রদল কর্তৃক হাতিয়া উপজেলার নবগঠিত কমিটিতে যোগ্য ও ত্যাগী নেতাদের পদ দেওয়া হয়নি। টাকার বিনিময়ে আওয়ামী পরিবারের সদস্যদেরকে পদ দিয়ে কমিটি অনুমোদন দেয়া হয়।
পথ সভাচলাকালীন সময়ে পুলিশের সাথে ছাত্রদলের বিক্ষোভকারীদের ধস্তাধস্তি ও বাকবিতন্ডা হয়।