নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ বালু উত্তোলন, পরিবহন ও বিপণনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। নিয়মিত মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণে কাজ করছে প্রশাসন।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম তার অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সম্মানিত উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় দায়িত্ব গ্রহণের পর থেকে গত ৩০ সেপ্টেম্বর ২০২৫ থেকে ২০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অবৈধ বালু উত্তোলন ও সংশ্লিষ্ট অপরাধ দমনে ১৪টি মোবাইল কোর্ট এবং প্রায় ৭টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
এসব অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ২৪টি এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৯টি, মোট ৩৩টি মামলা দায়ের করা হয়। অভিযানে সর্বমোট ৪ লক্ষ ১৩ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধ বালু ব্যবসা ও বিপণনের সঙ্গে জড়িত থাকার দায়ে ৬ জনকে প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, অবৈধ বালু উত্তোলনের কারণে উপজেলার বিভিন্ন সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে অতিরিক্ত ধুলাবালুর কারণে বিদ্যালয়গামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।
রুবাইয়া বিনতে কাশেম বলেন, মোবাইল কোর্ট পরিচালনার সময় অনেক ক্ষেত্রে বালু উত্তোলনের পয়েন্টগুলোতে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায় না। তাছাড়া স্থানীয়দের কাছ থেকেও অনেক সময় প্রয়োজনীয় তথ্য পাওয়া কঠিন হয়ে পড়ে। ফলে আইনগত সীমাবদ্ধতার কারণে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সব সময় সম্ভব হয় না। তিনি স্পষ্ট করেন, প্রচলিত আইন ও মোবাইল কোর্টের নির্ধারিত বিধিমালার বাইরে গিয়ে কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পক্ষে ব্যবস্থা গ্রহণের সুযোগ নেই।
তিনি আরও বলেন, মোবাইল কোর্ট পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের অবৈধ তদবির, সুপারিশ, রাজনৈতিক বা অন্য কোনো চাপ কখনোই আমলে নেওয়া হয়নি এবং ভবিষ্যতেও নেওয়া হবে না। জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই এসব অভিযান পরিচালিত হচ্ছে।
আগামী দিনগুলোতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন আরও কঠোর অবস্থানে থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তবে এ সমস্যা এককভাবে সমাধান সম্ভব নয় উল্লেখ করে তিনি উপজেলাবাসী, পুলিশ প্রশাসন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
এছাড়া প্রচারবিমুখতার কারণে পূর্বে মোবাইল কোর্ট ও অভিযান সংক্রান্ত তথ্য নিয়মিতভাবে প্রকাশ করা হয়নি বলে দুঃখ প্রকাশ করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।
কোম্পানীগঞ্জে অবৈধ পরিবহন ও বালু উত্তোলন রোধে ভূমি কর্মকর্তার কঠোর অভিযান
Date:

