কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধূর নাম বিবি ফাতেমা লুনা (২২)। তিনি বাক প্রতিবন্ধী ছিলেন।
রোববার (২৮ আগস্ট) দুপুরে ওই ইউনিয়নের চরকাঁকড়া গ্রামের ২ নং ওয়ার্ড থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এদিকে, নিহতের পরিবারের দাবি হত্যা করে গলায় ফাঁস দিয়ে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। নিহত বিবি ফাতেমা লুনা ওই উপজেলার চরকাকড়া গ্রামের শফিকের স্ত্রী।
নিহতের বড় বোনের স্বামী মিজান বলেন, ‘২০১৮ সালে পারিবারিকভাবে শফিকের সাথে আমার শ্যালিকা লুনার বিয়ে হয়। বিয়ের পর থেকে শফিক যৌতুকের জন্য টালবাহানা করে আসছে। এ যৌতুকের টাকার জন্য সব সময় লুনাকে অত্যাচার করতো। তাদের সংসারে একটি মেয়ে সন্তান রয়েছে।’ সকালে আমাদেরকে জানানো হয় লুনা আত্মহত্যা করেছে। পরে আমরা কোম্পানিগঞ্জ থানা পুলিশকে খবর দেই। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রোববার দুপুরে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান জানান, নিহত গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। বিষয়টি তদন্ত করা হচ্ছে, এটি হত্যা নাকি আত্মহত্যা। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’