কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম। মেয়াদ উত্তীর্ণ, খুচরা মূল্য না থাকায় আজ সোমবার (২০ ডিসেম্বর ২০২১) বসুরহাটে এই জরিমানা করা হয় ।
সূত্রে জানা গেছে, বসুরহাট বিছমিল্লাহ বেকারিতে খাবারের প্যাকেটে উৎপাদন তারিখ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় বেকারির মালিকে’র ১০ হাজার টাকা, জুবলী রোড় মুদি ব্যবসায়ী তৃষা এন্টারপ্রাইজে মেয়াদ উত্তীর্ণ সরিষার তৈল ও অন্যান্য জিনিষ পত্র বিক্রি করার দায়ে ৫ হাজার টাকাসহ দুই ব্যবসায়ীর মোট ১৫ হাজার টাকা ভোক্তা অধিকার ২০০৯ আইনে জরিমানা করা হয়। অপর দিকে জব্দকৃত মালামাল গুলি বিনষ্ট করা হয় ।
এদিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে।