ফেনী সংবাদদাতা :: ফেনীতে এক হাজার ৫৭০ পিস ইয়াবাসহ রবি মজুমদার (৪৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল থেকে তাকে আটক করা হয়।
আকট রবি মজুমদার চট্টগ্রামের লোহাগড়া উপজেলার উত্তর আমিরাবাদ এলাকার শচীন্দ্র মজুমদারের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ওই এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় রবি মজুমদারকে আটক করে তল্লাশি চালিয়ে তার পকেট থেকে এক হাজার ৫৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেনীস্থ র্যাব-৭ এর অধিনায়ক আব্দুল্লাহ আল জাবের ইমরান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য সাত লাখ ৮৫ হাজার টাকা। পরে উদ্ধারকৃত মালামালসহ আটক ব্যক্তিকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।