নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ করার দাবিতে জাতীয় প্রসক্লাব ও কোম্পানীগঞ্জে মানববন্ধন

Date:

টাইম ডেস্ক:
নোয়াখালীকে দেশের নবম স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে গ্রেটার নোয়াখালী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন

শনিবার (১১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এই দাবি উত্থাপন করা হয়। সমাবেশে ঢাকাস্থ নোয়াখালী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, ড. মোস্তফা হাজের ফাউন্ডেশনসহ একাধিক সংগঠন অংশ নেয়।

সকাল থেকেই রাজধানীর প্রেসক্লাব চত্বরে নানা বয়সের মানুষ জড়ো হতে শুরু করেন। তারা “দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই”, “বিভাগ বিভাগ বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই”—এমন নানা স্লোগানে মুখর করে তোলেন এলাকা।
সমাবেশে অংশগ্রহণকারী সোহেল মিয়া বলেন,
আমরা নোয়াখালীবাসী সবসময় দেশের উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে একাত্মা থেকেছি। প্রশাসন যদি এই অঞ্চলের প্রকৃত উন্নয়ন চায়, তবে নোয়াখালীকে অবিলম্বে স্বতন্ত্র বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে।”
মেহেদী হাসান নামে আরেক বক্তা বলেন,
নোয়াখালী দেশের জিডিপিতে ৩৭ শতাংশ অবদান রাখে। প্রয়োজনে আমরা ৫০ শতাংশ অবদান রাখব, তবুও আমাদের ন্যায্য অধিকার চাই।”
গ্রেটার নোয়াখালী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য নূরনবী বলেন,
নোয়াখালী বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় জেলা। অথচ আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনিক অবহেলা ও উন্নয়ন বঞ্চনার শিকার। আওয়ামী লীগ সরকারের আমলেও আমাদের দাবি পূরণ হয়নি। তাই আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছি—নোয়াখালীকে দ্রুত স্বতন্ত্র বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে।”
এদিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে সকল পেশার মানুষ মানববন্ধন ও বিক্ষোভ করেছে।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী’র চেয়ারম্যান ও বিএনপি নেতা মোহাম্মদ ফখরুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াত আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেনসহ অন্যান্য পেশার নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে ৮টি প্রশাসনিক বিভাগ রয়েছে। দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে নতুন বিভাগ গঠনের দাবি উঠছে। এর মধ্যে বৃহত্তর নোয়াখালী অঞ্চল (নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও পার্শ্ববর্তী এলাকা) নিয়ে একটি নতুন বিভাগ গঠনের দাবি দীর্ঘদিনের। তবে এ নিয়ে এখনো সরকারিভাবে কোনো সিদ্ধান্ত ঘোষণা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লি:-এর সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নূর হোসেন রতন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:আসন্ন বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড-এর নির্বাচনকে কেন্দ্র...

কোম্পানীগঞ্জে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি ::সারাদেশের ন্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আজ...

কোম্পানীগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরনে দগ্ধ ভাই-বোনের মৃত্যু

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গ্যাস লাইনের...

নোয়াখালী-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ত্যাগী ও ক্লিন চিন্তা করলে আমি প্রাপ্য: ব্যারিস্টার মুন্নী

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে...