নোয়াখালী-৫ আসনে জেএসডি প্রার্থী কামাল পাটোয়ারীর প্রার্থিতা বৈধ ঘোষণা

Date:


নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী-৫ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত তারা প্রতীক প্রার্থী কামাল উদ্দিন পাটোয়ারীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন মহামান্য হাইকোর্ট। এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা রইল না।
বুধবার (২১ জানুয়ারি) কোম্পানীগঞ্জ উপজেলায় জেএসডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কামাল উদ্দিন পাটোয়ারী।
তিনি বলেন, নোয়াখালী জেলা নির্বাচন কমিশন তাঁকে ভুলভাবে ঋণখেলাপি হিসেবে অভিযুক্ত করে তাঁর মনোনয়ন বাতিল করেছিল। অথচ তিনি কোনো ঋণখেলাপি নন। বিষয়টি আদালতে প্রমাণিত হওয়ায় হাইকোর্ট তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করেন এবং একই সঙ্গে জেলা নির্বাচন কমিশনকে আগামী তিন মাসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আদালতের রায়ে প্রমাণিত হয়েছে যে নোয়াখালী-৫ আসন—কোম্পানীগঞ্জ উপজেলা, কবিরহাট উপজেলা এবং সদর উপজেলার আংশিক অশ্বদিয়া ও নেয়াজপুর ইউনিয়ন—এ তিনি জেএসডির বৈধ প্রার্থী। ফলে নির্বাচনে অংশগ্রহণে আর কোনো বাধা নেই।
জেএসডির আদর্শ ও ইতিহাস তুলে ধরে কামাল পাটোয়ারী বলেন, আ স ম আবদুর রবের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং মুক্তিযুদ্ধের সংগঠক সিরাজুল আলমের চেতনা ধারণ করেই তিনি রাজনীতি করছেন। শ্রমজীবী, পেশাজীবী ও কর্মজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠাই তাঁদের রাজনীতির মূল লক্ষ্য।
নির্বাচিত হলে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় শিল্পকারখানা স্থাপন করে বেকারত্ব দূরীকরণে উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। পাশাপাশি নদীভাঙন রোধ এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের প্রতিশ্রুতিও দেন।
তিনি আরও বলেন, তাঁর নির্বাচনী এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না। একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলাই তাঁর অঙ্গীকার।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে নোয়াখালী-৫ আসনের ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা প্রতীকে ভোট দিয়ে তাঁকে জয়যুক্ত করার জন্য জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সদস্য আলা উদ্দিন ও শামসুল আলম কাজল হাজারী, কোম্পানীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, কবিরহাট উপজেলা জেএসডির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খালিল, নোয়াখালী জেলা জেএসডি নেতা মোহাম্মদ রুবেলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে অবৈধ পরিবহন ও বালু উত্তোলন রোধে ভূমি কর্মকর্তার কঠোর অভিযান

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ বালু উত্তোলন, পরিবহন ও...

নোয়াখালীতে অনড় বিএনপি’র তিন বিদ্রোহী প্রার্থী

এএইচএম মান্নান মুন্না:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নোয়াখালীর দুটি...

কবিরহাটে যুবককে ডাকাত আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা: বিএনপি নেতাকে প্রধান আসামি করে মামলা

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কবিরহাট উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক যুবককে ডাকাত...

কোম্পানীগঞ্জে ৩টি দেশীয় তৈরী অস্ত্র ও ২০ রাউণ্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ

নোয়াখালী প্রতিনিধি:কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের চর বালুয়া ৬...