নোয়াখালী টাইমডেস্ক :
ঢাকাস্থ কোম্পানীগঞ্জবাসী সহ নোয়াখালীর সর্বস্তরের মানুষের অংশগ্রহনে নদীভাঙ্গনরোধ থেকে কোম্পানীগঞ্জ কে রক্ষা ও দ্রুত মুছাপুর ক্লোজার পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি-ঢাকা’র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ফরহাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে কোম্পানীগঞ্জের সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন।
গত ২৬ আগস্ট নোয়াখালীর কোম্পানীগঞ্জের বন্যা রক্ষাকবজ ‘মুছাপুর ক্লোজার’ পানির প্রবল চাপে ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। আর এতে করে কোম্পানীগঞ্জ উপজেলার ৩ টি ইউনিয়নসহ ফেনীর সোনাগাজীর ৩ টি ইউনিয়ন ব্যাপক নদী ভাঙ্গনের কবলে পড়ে। প্রায় ১০ হাজার পরিবার ঘর-বাড়ি নিয়ে অনিশ্চিত জীবন যাপন করছে। যার ফলে ক্লোজার/টেকসই বেড়িবাঁধ পুনঃনির্মাণ অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমরা অতিশীঘ্রই কার্যকরী পদক্ষেপ কামনা করছি। ১৪৩ কোটির ক্লোজার-ব্রিজ ভেঙে যাবার পেছনে কি শুধুই বন্যার পানি, নাকি আরো কিছু আছে তাও খতিয়ে দেখতে হবে।
মুছাপুর ক্লোজার নোয়াখালীর জন্য ইতিমধ্যে তা একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রেও রূপ নেয়। দূরদূরান্তের অসংখ্য মানুষের এখানে আগমনের কারণে বর্তমানে এর বাণিজ্যিক গুরুত্বও রয়েছে। সব বিবেচনায় নিয়ে দ্রুত বাঁধ নির্মাণের পরিকল্পনা করা হোক।
এছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি-ঢাকা’র সিনিয়র সহ সভাপতি এ জেড এম এনামুল হক, মানববন্ধন কমিটির আহবায়ক নুরুল আফসার মিয়া, সদস্য সচিব নজরুল ইসলাম ফয়সাল, সহ সভাপতি আবদুল হাই, সহ সভাপতি নেয়ামত উল্লাহ বাবু, নেসার উদ্দিন স্বপন, হোয়াইটহোম ইলেকট্রনিক্স এর কর্ণধার আশ্রাফ মামুন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলো উই ফর ইউ, বৃহত্তর নোয়াখালী প্রবাসী সমবায় সমিতি, নোয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদ সরকারি তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ ছাত্র পরিষদ নোয়াখালী, চর এলাহি সচেতন নাগরিক কমিটি, চর এলাহী প্রবাসী ইউনিট, হিউম্যান ফি সার্ভিস সেন্টার।