লক্ষীপুর প্রতিনিধি :
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠতেছে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন। লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ এর কর্মকর্তা- কর্মচারীরা, সদর ও চন্দ্রগঞ্জ থানা কেন্দ্রিক যারা পদ-পদবীর রাজনৈতিক নেতা, সুশীল সমাজ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, জনপ্রতিনিধি, উপজেলা কেন্দ্রিক ঠিকাদার এবং সেবা গ্রহীতারা তারা হিসাব কষছে কে চেয়ারম্যান হলে তাদের ইজ্জত নিরাপদ থাকবে, ক্ষমতার অপব্যবহার হবে না। ভোটারদের মাঝে একটাই শংকা ভোট সুষ্ঠুও নিরপেক্ষ হবে কিনা। ভোট যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের যোগ্যতা, আচার ব্যবহার, ভদ্রতা-নম্রতা নিয়ে ততই চুল চেরা বিশ্লেষন শুরু হচ্ছে। এতদিন সদর উপজেলার চেয়ারম্যান পদ নিয়ে জন তিনেক প্রার্থী নিয়ে আলোচনা থাকলেও গত ২১ই এপ্রিল অনলাইন ভিত্তিক উপজেলা চেয়ারম্যান পদে ১ম মনোনয়ন পত্র দাখিল করেন বর্তমান সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও লক্ষ্মীপুর জেলার আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এডভোকেট রহমত উল্যাহ বিপ্লব। তিনি চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনা করায় অতীতের সব হিসাব নিকাশ পাল্টে গেছে, শুরু হয়েছে নতুন সমীকরন। রাজণৈতিক বিশ্লেষক সুশীল সমাজ ও সাংবাদিক সচেতন মহলের ধারণা সদর উপজেলার আগামীর চেয়ারম্যান রাজনৈতিক কলঙ্ক মুক্ত এডভোকেট রহমত উল্যাহ বিপ্লব। এডভোকেট রহমত উল্যাহ বিপ্লবকে কেন্দ্র করে ভোটারদের মাঝে শুরু হয়েছে নতুন কৌতুহল ও আগ্রহ। আলোচিত প্রার্থীদের মধ্যে অনেকের শিক্ষাগত যোগ্যতার ঘাটতি থাকলেও এডভোকেট রহমত উল্যাহ বিপ্লবের ক্ষেত্রে সেই ঘাটতি নাই। আলোচিত প্রার্থীদের মধ্যে উচ্চ শিক্ষিত প্রার্থী এডভোকেট রহমত উল্যাহ বিপ্লব। যোগ্যতার মাপকাঠিতে এডভোকেট রহমত উল্যাহ বিপ্লব এগিয়ে আছে। নিরপেক্ষ শান্তিপ্রিয় জনগন, সুশীল সমাজ এবং উচ্চ শিক্ষিত লোকজন এডভোকেট রহমত উল্যাহ বিপ্লবের দিকে ঝুঁকছে। এ্যাডভোকেট রহমত উল্যাহ বিপ্লব লক্ষ্মীপুরের রাজনীতিতে বহুল আলোচিত এবং সর্বস্তরে গ্রহণযোগ্য জনপ্রিয় একটি নাম। সমাজে স্বার্থপর মানুষের যেমন অভাব নেই, তেমনি নিঃস্বার্থ আলোকিত মানুষও আছেন। একই সমাজে পাশাপাশি বসবাস করে কেউ সমাজে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করে গড়ে তোলে আপন সুখের প্রাসাদ, আবার কেউ তার সর্বস্ব বিলিয়ে দেয় জগতের কল্যাণে। জেলা পর্যায়ের শত ভাগ উচ্চ শিক্ষিত বিজ্ঞ ব্যক্তিদের প্রতিষ্ঠান লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রত্যক্ষ ভোটে এডভোকেট রহমত উল্যাহ বিপ্লব সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। গত ২২ই ফেব্রুয়ারী জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে দিন ব্যাপি এই নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন, বলিষ্ট কন্ঠস্বর ন্যায় বিচার প্রত্যাশী নির্যাতিত-নিপীড়িত মানুষের আশা ভরসার প্রতি গণ মানুষের আস্থাভাজন ও গ্রহনযোগ্য ব্যক্তিত্ব এডভোকেট রহমত উল্যাহ বিপ্লব লক্ষ্মীপুর জেলার সর্বদলীয় রাজনীতিতে বহুল আলোচিত এবং সর্বস্তরের জনপ্রিয় একটি নাম। নিরলস প্রচেষ্টায় কঠোর পরিশ্রম মেধা প্রজ্ঞা ও গন মানুষের ভালবাসায় তৃনমূল পর্যায়ের ছোট পরিসর থেকে আজ এই অবস্থানে উঠে এসেছেন। তারুন্যের প্রোজ্জল আভায় উদ্ভাসিত ইতিবাচক রাজনৈতিক ধারার তেমনি এক আলোর ফেরিওয়ালা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট রহমত উল্যাহ বিপ্লব। যিনি সীমিত সাধ্যের মধ্য থেকেও এলাকার মানুষের কল্যানে স্বপ্ন দেখেন অনেক বড় কিছু করার। নানান প্রতিকুলতার মধ্যেও জন প্রত্যাশা পূরণে কাজ করে এগিয়ে যাচ্ছে স্বপ্নের পথ। তিনি কেবল একজন রাজনৈতিক নেতাই নন একজন আইনজীবী, সাংবাদিক, সমাজসেবক, দক্ষ সংগঠক, ও পর উপকারী মানবতাবাদী ব্যক্তিত্বও বটে। আদর্শ রাজনীতিবিদদের যেসকল গুনাবলি থাকতে হয় তার সবকিছুই প্রতিফলন রয়েছে এডভোকেট রহমত উল্যাহ বিপ্লবের মাঝে। তিনি সর্বদায় ভালোবাসার পরম মমতায় নির্যাতিত, নিপীড়িত মানুষদেরকে কাছে টেনে নেন। তাদের দুঃখে ব্যথিত হন, কষ্ট পান তাদের দুর্দশায়।
তিনি ২০১৯ সালের উপজেলা নির্বাচনে বিপুল ভোটে লক্ষ্মীপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে বাংলাদেশ উপজেলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশনের আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন। এডভোকেট রহমত উল্যা বিপ্লব ১৯৭৯ইং সনের ০২ ফেব্রুয়ারী লক্ষ্মীপুর সদর উপজেলার ৯ নং উত্তর জয়পুর ইউনিয়নের অন্তর্গত উত্তর জয়পুর গ্রামের রাজবাড়ীতে জন্ম গ্রহন করেন। পিতা মুহাম্মদ ছিদ্দিক উল্যা মাষ্টার এবং মাতা রাহিমা বেগম। বাবা ছিদ্দিক উল্যা মাষ্টার পেশায় একজন শিক্ষক ছিলেন, শিক্ষকতার পেশা থেকে অবসর নিয়ে মৃত্যু পর্যন্ত সমাজ সেবা মূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। এডভোকেট রহমত উল্যাহ বিপ্লব মধ্য জয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষে পালপাড়া ডিএম উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেনী পর্যন্ত পড়াশুনা করেন। এরপর লক্ষ্মীপুর জেলা সদরের আদর্শ সামাদ সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ষ্টার মার্কসসহ এস.এস.সি, লক্ষ্মীপুর সরকারী কলেজ থেকে প্রথম বিভাগে এইচ.এস.সি ও স্মাতক পাশ করেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কুমিল্লা বোর্ডের বৃত্তি প্রাপ্ত ছাত্র ছিলেন। এডভোকেট রহমত উল্যাহ বিপ্লব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্র বিজ্ঞানে এম.এস.এস ডিগ্রী লাভ করার পর ঢাকা আইডিয়াল ল’ কলেজ থেকে এলএল.বি ডিগ্রী অর্জন করেন।
একজন জনপ্রতিনিধি হিসেবে নিজ স্বার্থকে তুচ্ছজ্ঞান করে সমাজের বৃহত্তর সমস্যাসমুহ বিশেষত শিক্ষার মানোন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ, মাদক নির্মূল, নাগরিকসেবা, নিশ্চিতসহ সাধারণ মানুষের নানামুখী সমস্যার সমাধানে নিরবধি কাজ করে যাচ্ছেন এ্যাডভোকেট রহমত উল্যাহ বিপ্লব। তার বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্ব এবং বিস্ময়কর কর্মপ্রচেষ্টায় তিনি আজ লক্ষ্মীপুর বাসীর মায়ার মানুষে পরিণত হয়েছেন।
এডভোকেট রহমত উল্যাহ বিপ্লবরা ৮ ভাই- বোনের মধ্যে ২য় এবং ৫ বোনের সকলেই বিবাহিত। অপর দুই ভাই হাফেজ মাওলানা ডঃ ইব্রাহীম খলিল মাসুদ ও ইঞ্জিনিয়ার তাফসীরুল হক তামজীদ। তারা দু’জনেই মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত আছেন। স্ত্রী নিলুফা ইয়াসমিন নিলু ঢাকা সিটি কলেজ থেকে মার্কেটিং বিষয়ে এম. কম ডিগ্রি লাভ করেন, বর্তমানে একটি বে-সরকারি ব্যাংকে কর্মরত আছেন। একমাত্র মেয়ে রাহিমা সিদ্দিকা ওহী, ইংলিশ মিডিয়াম স্কুলের স্ট্যান্ডার্ড-টু এর ছাত্রী এবং ছোট ছেলে রাহাম সিদ্দিকী সা’দ।
এড. রহমত উল্যাহ বিপ্লব স্বল্প সময়ে ফৌজদারী ওকালতিতে ব্যাপক সুনাম অর্জন করেন।
রাজনীতি এবং আইন পেশার পাশাপাশি এড. রহমত উল্যাহ বিপ্লব ২০১৯ সালের নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে উপজেলার উন্নয়নে ব্যাপক অবদান রেখে যাচ্ছেন। আলোচিত অনেক প্রার্থীর ক্ষেত্রে আঞ্চলিক বৈষম্য থাকলেও এডভোকেট রহমত উল্যাহ বিপ্লবের ক্ষেত্রে সেটা নাই। পুরো উপজেলার সর্বত্র প্রত্যন্ত অঞ্চলের মানুষের সাথে তার উঠা বসা রয়েছে। সদর উপজেলার সর্ব অঞ্চলের মানুষের কাছে তার গ্রহন যোগ্যতা ও পরিচিতি রয়েছে। তিনি গন্ধব্যপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা ও রতনের খিল ইসলামিয়া আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সাধারন সম্পাদক, লক্ষ্মীপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য, পালপাড়া ডিএম উচ্চ বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য, বাগবাড়ী ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দায়িত্ব পালনসহ বহু ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও জনহিতকর প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রয়েছেন বলে জানা গেছে। করোনা কালীন সময়ে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের সাথে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। সামাজিক, রাজনৈতিক ও কর্মময় জীবনে সুযোগ পেলে মানুষের উপকোর করেছেন। জীবনের কখনও কাহারো ক্ষতির কারন হননি।
রাজনীতি, আইন পেশা, শিক্ষা-সংস্কৃতি পাশাপাশি এড. রহমত উল্যাহ বিপ্লব প্রত্যক্ষভাবে সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত লক্ষ্মীপুর থেকে বহুল প্রচারিত দৈনিক ভোরের মালঞ্চ পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। বহু গুণে গুণান্বিত, লক্ষ্মীপুরের রাজনৈতিক, আইন অঙ্গণ, শিক্ষাঙ্গণ, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গণের পরিচিত এবং কর্মীবান্ধব জনপ্রিয় মুখ। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জনগন তাকে ঘিরে নতুন স্বপ্ন দেখছেন, মাঠ পর্যায়ে সাধারন জনগনের সাথে আলোচনায় জানা যায় আলোচিত প্রার্থীদের মধ্যে শিক্ষাগত যোগ্যতা, সামাজিকতা প্রচার বিহীন মানব সেবায় অনেকের তুলনায় এডভোকেট রহমত উল্যাহ বিপ্লব এগিয়ে রয়েছে।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচনে এডভোকেট রহমত উল্যাহ বিপ্লবের প্রার্থীতায় হিসাব নিকাশ পাল্টে দিল
Date: