অনলাইন ডেস্ক:
সাতসকালে ঢাকা ছাড়লেন তাহসান-রোজা
হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তাহসান ও রোজা। অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খানের বিয়ের খবরে গত কয়েক দিন বিনোদনপাড়া চাঙ্গা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনায় তাহসান ও নববধূ রোজা আহমেদ। নেটিজেনরা শুভ কমনা জানাচ্ছেন তাদের। এরই মধ্যে আজ মঙ্গলবার হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন এই নবদম্পতি।
এদিন সকাল ৮টা ৫৫ মিনিটে দেশের একটি এয়ারলাইনসের বিমানে করে মালদ্বীপের উদ্দেশে রওনা হন তারা। সূর্যময় দ্বীপরাজ্যে মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলো কাটাবেন এ দম্পতি।
শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাহসান-রোজার বিয়ে সম্পন্ন হয়। দুই পরিবারের সদস্যরা বিয়েতে উপস্থিত ছিলেন।