সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নে মাদ্রাসার চার তলা ভবনের জানালা দিয়ে রশি বেয়ে পালানোর সময় নিচে পড়ে সাজিদ হোসেন (১৪) নামের এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় সাইফুল ইসলাম (১৫) নামের অপর এক ছাত্র আহত হয়েছে।
সাইফুলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার রাত সাড়ে ১২টার দিকে কানকিরহাট ইসলামিয়া মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।সাজিদ হোসেন সেনবাগ পৌরসভার আবুল কাশেমের ছেলে। আহত সাইফুল ইসলাম একই পৌরসভার অর্জুনতলা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মাদ্রাসার চতুর্থ তলা ভবন থেকে নেমে পালানোর চেষ্টা করে সাজিদ ও সাইফুল। এসময় তারা চার তলা ভবনের একটি জানালার ফাঁকা জায়গাতে রশি লাগিয়ে নিচে নামার চেষ্টা করলে রশি ছিঁড়ে দুই জন নিচে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। পরে তাদের উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করেন এবং সাইফুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকা মেডিকেলে স্থানান্তর করেন।
সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে সাজিদ নামের এক ছাত্র নিহত হয়েছে। তবে তাদেরকে নির্যাতন বা ভয় দেখানো হয়েছে কি না বিষয়টি তদন্ত করে দেখা হবে। এ বিষয়ে কেউ থানায় কোন অভিযোগ করেনি।