ফেনী সংবাদদাতা :: ফেনী জেলার সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ডের বিরুদ্ধে মানববন্ধন করেছে শতাধিক মৎস্য খামারী। সোমবার (১৬/১১/২০২০) সকালে সদর ইউনিয়নের পূর্ব সুজাপুর বেড়িবাঁধ এলাকায় ভুক্তভোগি মৎস খামারীরা এই মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন।
ভুক্তভোগীরা জানান, গত ১৪ অক্টোবর বিকেলে কোনো প্রকার নোটিশ কিংবা পূর্ব ঘোষণা ছাড়াই অবৈধ স্থাপনার অজুহাত দেখিয়ে চর খোয়াজ, চর লামছি, থাকখোয়াজ লামছির মৎস্য ব্যবসায়ীদের মাছের খামারের নির্ধারিত ঘর ভাংচুর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড।
এসময় তারা লাখ লাখ টাকার মাছের খাদ্য নষ্ট করে ফেলেন। পাশাপাশি ভূমি মালিকদের প্রায় ৪০ লাখ টাকা মূল্যের স্কেভেলটর মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দেন। এতে ব্যবসায়ীরা চরমভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং এ ব্যাপারে মামলার প্রস্তুতি গ্রহণসহ এর প্রতিকার না হলে আগামীতে কঠোর আন্দোলনে যাবেন বলে হুশিয়ারি দেন তারা।