উত্তম সাহা হাতিয়া থেকে :নোয়াখালীর বিচ্ছিন্ন দীপ উপজেলা হাতিয়ায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে
মঙ্গলবার (৪ঠা জানুয়ারী )সকাল থেকেই হাতিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিলের মাধ্যমে হাতিয়া উপজেলা পরিষদে সামনে সমবেত হতে থাকে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে সকাল ১০টায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে হাতিয়া উপজেলা ছাত্রলীগ বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
সকাল ৮টায় হাতিয়া উপজেলা ছাত্রলীগ জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে, কর্মসূচি শুরু করেন । সকাল ৯ ঘটিকায় উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান, হাতিয়া উপজেলা ছাত্রলীগ নেতা কর্মীরা।
বিকেল ৪টায় হাতিয়া উপজেলা ছাত্রলীগের নজরুল ইসলাম রাজুর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করেন।
এ সময়ে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলী।বিশেষ অতিথি হাতিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্যাহ, হাতিয়া উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতিএকে এম ইউছুফ আলী, হাতিয়া পৌর মেয়র কে এম ওবায়েদ উল্যাহ বিপ্লব, হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আতিক উল্লা, হাতিয়া উপজেলা বাংলাদেশ যুবলীগের আহবায়কশাহ আজিজুর রহমান মিরাজ, হাতিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন মহিন, হাতিয়া পৌর যুবলীগের সভাপতি মোঃ আব্দুল মালেক,হাতিয়া পৌর যুবলীগের সম্পাদক মোহাম্মদ ইউনুস, এ ছাড়াও উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ,শ্রমিকলীগ সহ বিভিন্ন অঙ্গও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।