নিজস্ব প্রতিবেদক : ফেনী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পদে যোগদান করেছেন সিনিয়র সহকারী সচিব আজগর আলী। তিনি ইতোপূর্বে ফেনী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিসেট্রট সহ অন্যান্য পদে সুনামের সাথে দয়িত্ব পালন করে ছিলেন। সর্বশেষ তিনি বাংলাদেশ রাবার বোর্ড চট্টগ্রামের উপপরিচালকের দায়িত্ব থেকে ফেনী জেলা পরিষদে ২৫ মে তারিখে যোগদান করেন।
আজগর আলী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের এরফান আলীর সন্তান। জেলা পরিষদ সুত্র জানায়, চলতি বছরের ৭ ফেব্রুয়ারী রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজগর আলীকে বাংলাদেশ রাবার বোর্ড চট্টগ্রামের উপপরিচালক পদ থেকে ফেনী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পদে বদলি করা হয়। ফেনী জেলা পরিষদে প্রধান নির্বাহী কর্মকর্তার পদ শূণ্য থাকায় তিনি জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
জানা যায়, বিবিএস (প্রশাসনে) ২৯ তম ব্যাচের মাধ্যমে এ কর্মকর্তা ২০১১সালে রাজবাড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার পদে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরে কুমিল্লার হোমনা উপজেলা, রাঙামাটির কাউখালী উপজেলা, লক্ষীপুরের রামগতি উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া নাসির নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা ছিলেন তিনি। এছাড়াও আজগর আলী মৌলভী বাজারের কমলগঞ্জ উপজেলা, কুমিল্লার মুরাদনগর ও চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালের জানুয়ারী ২০২২সালের অক্টোবর পর্যন্ত তিনি ফেনী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পদে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেন।