মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:: নোয়াখালী চাটখিলে আজ সোমবার (২৬শে জুন) দুপুর সাড়ে ১২ ঘটিকায় চাটখিল উপজেলা প্রশাসন মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৮২ ধারা অনুযায়ী ১৯ জন ব্যবসায়ীর ০১ লাখ ৮ হাজার টাকা জরিমানা করা হয়। চাটখিলের প্রধান সড়কের পাশে পথচারীদের রাস্তা বন্ধ করে ব্যবসা প্রতিষ্ঠান করে প্রতিবন্ধকতা তৈরি করার দায়ে চাটখিল বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। জরিমানাকৃত ১৯জন ব্যবসায়ী হলেন ১. মামুন ৫০০০ টাকা, ২. শহীদুল ইসলাম ১০০০০ টাকা, ৩. রনি ১০০০০ টাকা, ৪. আলম ৫০০০ টাকা, ৫. মনির হোসেন ৫০০০ টাকা, ৬. গোলাম মোস্তফা ৫০০০ টাকা, ৭. আবদুর রহিম ৫০০০ টাকা, ৮. সোহাগ ১০০০০ টাকা, ৯. জাহাঙ্গীর আলম ৫০০০ টাকা, ১০. মানিক ৫০০০ টাকা, ১১. হৃদয় ৫০০০ টাকা, ১২. সুমন ৫০০০ টাকা, ১৩. ফারুক ১০০০০ টাকা, ১৪. ফারুক হোসেন ২০০০ টাকা, ১৫. মোস্তফা কামাল ২০০০ টাকা, ১৬. আবদুর রহমান ২০০০ টাকা, ১৭. আবু সিদ্দিক ২০০০ টাকা, ১৮. আলম ৫০০০ টাকা, ১৯. আল আমীন ১০০০০ টাকা। মোট ১,০৮০০০ টাকা।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া। তিনি জানান, চাটখিল উপজেলার প্রাণকেন্দ্রে চাটখিলের মহাসড়কের পাশের পথচারীদের রাস্তা বন্ধ করে রাখায় চাটখিলে বিষণ যানজট সৃষ্টি হয়। অনেক সময় দেখা যায় রাস্তা পার হতে ২০ থেকে ৩০ মিনিট সময় লাগে। মানুষ যেন নির্বিগ্নে চলা ফেলা করতে পারে এবং যানজন না হয় সে ব্যবস্থা করতে আমরা সর্বাত্নক চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আজ যাদের জরিমানা করেছি কাল তারা পুনরায় বসলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহীর এমন ব্যবস্থা নেওয়া দেখে বাজারের ব্যবসায়ী আপন ও সুফল বলেন, এমন পদক্ষেপে আমরা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া ও ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা জানাই তবে কিছুদিন পর এরা আবার বসতে পারে, সেই বিষয়ে কর্তৃপক্ষ নজরে না রাখলে আবার আগের মত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন চাটখিল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন সহ চাটখিল থানা পুলিশের ১১ সদস্যের একটি টিম।