চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর চাটখিল উপজেলায় অভিযান চালিয়ে চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও পৌরসভা বিএনপির সভাপতি মোস্তফা কামালকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাত ৮টার দিকে চাটখিল বাজারের বিএনপির কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতা মোস্তফা কামালকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।