চাটখিলে উচ্ছেদ অভিযান অসাধু ব্যবসায়ীদের জরিমানা জনমনে স্বস্তি

Date:

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:: নোয়াখালী চাটখিলে আজ সোমবার (২৬শে জুন) দুপুর সাড়ে ১২ ঘটিকায় চাটখিল উপজেলা প্রশাসন মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৮২ ধারা অনুযায়ী ১৯ জন ব্যবসায়ীর ০১ লাখ ৮ হাজার টাকা জরিমানা করা হয়। চাটখিলের প্রধান সড়কের পাশে পথচারীদের রাস্তা বন্ধ করে ব্যবসা প্রতিষ্ঠান করে প্রতিবন্ধকতা তৈরি করার দায়ে চাটখিল বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। জরিমানাকৃত ১৯জন ব্যবসায়ী হলেন ১. মামুন ৫০০০ টাকা, ২. শহীদুল ইসলাম ১০০০০ টাকা, ৩. রনি ১০০০০ টাকা, ৪. আলম ৫০০০ টাকা, ৫. মনির হোসেন ৫০০০ টাকা, ৬. গোলাম মোস্তফা ৫০০০ টাকা, ৭. আবদুর রহিম ৫০০০ টাকা, ৮. সোহাগ ১০০০০ টাকা, ৯. জাহাঙ্গীর আলম ৫০০০ টাকা, ১০. মানিক ৫০০০ টাকা, ১১. হৃদয় ৫০০০ টাকা, ১২. সুমন ৫০০০ টাকা, ১৩. ফারুক ১০০০০ টাকা, ১৪. ফারুক হোসেন ২০০০ টাকা, ১৫. মোস্তফা কামাল ২০০০ টাকা, ১৬. আবদুর রহমান ২০০০ টাকা, ১৭. আবু সিদ্দিক ২০০০ টাকা, ১৮. আলম ৫০০০ টাকা, ১৯. আল আমীন ১০০০০ টাকা। মোট ১,০৮০০০ টাকা।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া। তিনি জানান, চাটখিল উপজেলার প্রাণকেন্দ্রে চাটখিলের মহাসড়কের পাশের পথচারীদের রাস্তা বন্ধ করে রাখায় চাটখিলে বিষণ যানজট সৃষ্টি হয়। অনেক সময় দেখা যায় রাস্তা পার হতে ২০ থেকে ৩০ মিনিট সময় লাগে। মানুষ যেন নির্বিগ্নে চলা ফেলা করতে পারে এবং যানজন না হয় সে ব্যবস্থা করতে আমরা সর্বাত্নক চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আজ যাদের জরিমানা করেছি কাল তারা পুনরায় বসলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহীর এমন ব্যবস্থা নেওয়া দেখে বাজারের ব্যবসায়ী আপন ও সুফল বলেন, এমন পদক্ষেপে আমরা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া ও ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা জানাই তবে কিছুদিন পর এরা আবার বসতে পারে, সেই বিষয়ে কর্তৃপক্ষ নজরে না রাখলে আবার আগের মত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন চাটখিল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন সহ চাটখিল থানা পুলিশের ১১ সদস্যের একটি টিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে নারীর অসামাজিক ও অনৈতিক কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী: প্রতিবাদে মানববন্ধন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ৯ নং ওয়ার্ডে...

কোম্পানীগঞ্জে বিএনপি নেতা ফখরুল ইসলাম’র বিরুদ্ধে গায়েবি পোষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

কেম্পনীগঞ্জ প্রতিনিধি :নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপির অন্যতম সদস্য শিল্পপতি মো....

মুছাপুর নদী ভাঙনে শত বছর পুরনো বাড়ীঘর বিলীন হয়ে যাচ্ছে

এএইচএম মান্নান মুন্না: ডাকাতিয়া নদীর তীব্র ভঙ্গনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ...

এখনো নোয়াখালীতে পানিবন্দি হাজারো মানুষ

এএইচএম মান্নান মুন্না :: দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ওপর দিয়ে বয়ে গেল স্মরণাতীতকালের ভয়াবহ বন্যা। এরমধ্যে ফেনীর পানি নেমে গেলেও নোয়াখালীতে এখনো কাটেনি বন্যার রেশ গত ১৫ দিন ধরে পানিবন্দি নোয়াখালীর বিভিন্ন উপজেলার কয়েক হাজার মানুষ ফলে সেখানকার বন্যার্ত মানুষের দুর্ভোগের শেষ নেই।বন্যা-পরবর্তী খাদ্য সংকটের পাশাপাশি প্রাদুর্ভাববেড়েছে পানিবাহিত বিভিন্ন রোগের।তাদের ঘরগুলোও এখনো বসবাস অনুপযোগী।সবচেয়ে...