মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:: নোয়াখালী জেলার চাটখিলের মরহুম আব্দুল লতিফ মাস্টার ফাউন্ডেশন আজ শনিবার (০১ জুলাই) সকালে হরিকৃষ্ণপুর ইবতেদায়ী মাদ্রাসার মাঠে কৃতি শিক্ষার্থী এবং সফল শিক্ষকদের সম্মাননা ও শিক্ষায় উদ্ভূদ্ধকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সোয়েমান শেখ এমএ এর সভাপতিত্বে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের ছাত্র জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত মহা পরিচালক ও মরহুম আব্দুল লতিফ মাস্টার ফাউন্ডেশের এর প্রতিষ্ঠা ইঞ্জিনিয়ার এ.কে.এম সামছুল করিম খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন এর সাধারন সম্পাদক এড. আব্দুন নুর দুলাল।
এতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চৌধুরী, বদলকোট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দেবনাথ, ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী নুর মোহাম্মদ খান, ডা. হারুনুর রশিদ, ইউপি মেম্বার ও আওয়ামী লীগ নেতা আরিফ খান কাঞ্চন, বদলকোট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইকবাল হোসেন প্রমুখ।
এ সময়ে বক্তরা বলেন, টাকা পয়সা জমা না করে সন্তানকে সুশিক্ষিত করে সম্পদে পরিনত করা কারণ শিক্ষিত সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। এছাড়াও দেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়ে ৩৮জন শিক্ষার্থী ভর্তি হওয়ায় ও ১৮জন সফল শিক্ষকগণসহ সকলকে সম্মাননা স্মারক প্রদান করেন এবং ৫৮জন মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাটখিল প্রেসক্লাবের সভাপতি শোয়েব হোসেন ভুলু, চাটখিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, উষা রানী মজুমদার, মেঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, বদলকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিল্লাত হোসেন প্রমুখ।