কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
উপজেলা নির্বাচনসহ সব স্থানীয় নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি। আজ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় বসুরহাটসহ পৌরসভা এলাকায় পথচারী ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন দলটির নেতা-কর্মীরা।
লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক নুরুল আলম সিকদার, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক মনছুরুল হক বাবর, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদের রহমান রিপন, বসুরহাট পৌর সভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, সিনিয়র সহ সভাপতি মমিনুল হক, সাধারণ সম্পাদক আবদুল্যাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক,
কোম্পানীগঞ্জ উপজেলা যুবদল আহবায়ক ফজলুল কবির ফয়সাল,সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান টিপু, যুগ্ম আহবায়ক ছালা উদ্দিন সুমন, সদস্য সচিব জাহেদুর রহমান রাজন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদল আহবায়ক নুর উদ্দিন রুবেলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
লিফলেট বিতরণ শেষে রুপালী চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নুর আলম শিকদার বলেন,কোম্পানীগঞ্জ উপজেলায় আগামী ২৯শে মে উপজেলা নির্বাচন। এই নির্বাচন একটা সাজানো ও পাতানো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ করবে না। এই সাজানো নির্বাচনে আপনারা ভোট কেন্দ্রে যাবেন না। আমাদের দলেরও কোন নেতা কর্মী ভোট কেন্দ্রে যাবে না। এই নির্বাচনকে আপনারা না বলুন। এই নির্বাচনে জনগণ অংশ গ্রহণ করবে না।জনগণ অতীতে এ নির্বাচন বর্জন করেছে। আগামী ২৯ তারিখের নির্বাচনও জনগণ বর্জন করবে। একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে বিএনপি যে গ্রহণযোগ্য নির্বাচনে অংশ গ্রহণ করবে আপনারাও সেই নির্বাচনে যাবেন তখন আপনারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পানবেন । তাই এই নির্বাচন বর্জন করুন।