কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: বামনী ডিগ্রি কলেজের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা দেয়া হয়েছে।
ধর্মীয় কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে মঙ্গলবার (২৫ জুন) সকাল ১১ ঘটিকায় কলেজ মিলনায়তনে এইচএসসি পরিক্ষার্থীদের এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।
বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র ও বামনী ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি আবদুল কাদের মির্জা। তিনি তার বক্তব্যে বলেন, রাষ্ট্রে নিজেকে যোগ্যতম নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার কোন বিকল্প নাই। বর্তমান সময়ে ছেলেদের ছেয়ে মেয়েরা পড়ালেখায় ভালো। বেশিরভাগ ছেলেরা স্মাটফোনে আসক্ত আর কিশোর গ্যাং এর সাথে জড়িত। তাই শিক্ষার বিকল্প শুধুমাত্র শিক্ষাই। আর শুধু শিক্ষিত হলে চলবেনা। উন্নত জাতি গঠনে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।
কলেজ অধ্যক্ষ রাহবার হোসেন’র সভাপতিত্বে এবং বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির সদস্য ছিদ্দিক উল্যাহ ভূট্টো, শাহজামাল সবুজ প্রমুখ। বিদায় শিক্ষার্থীদের জন্য শুভ কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।