ফেনী প্রতিনিধি :
ফেনীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় সেরা হয়েছে ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়। আজ বুধবার (২০ নভেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত প্রতিযোগিতা শেষে আলোচনা ও পুরস্কার বিতরণে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান। প্রতিযোগিতায় ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিক দল অংশ নেয়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বিতার্কিক দলকে হারিয়ে সেরা হয়েছে ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের বিতার্কিক দল।
তিন পর্বে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য দলগুলো হল ফেনী শাহীন একাডেমী স্কুল এন্ড কলেজ, ফেনী ফালাহিয়া কামিল মাদ্রাসা, ফেনী মডেল হাইস্কুল, ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল, গিরিশ অক্ষয় একাডেমী এবং ফেনী সেন্ট্রাল হাইস্কুল।
পুরস্কার বিতরণের পূর্ব আলোচনায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেবের সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত নোয়াখালী জেলা কার্যালয়ের কোর্ট ইন্সপেক্টর মো. ইদ্রিস, ফেনী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আরিফুল আমীন রিজভী, জেলা এনজিও সমন্বয়ক ফয়জুল্লাহ নোমানী, বৈষম্যবিরোধী আন্দোলনে অন্যতম ছাত্র প্রতিনিধি বদরুদ্দোজা নোবেল, সালমান হোসেন।
বিতর্ক প্রতিযোগিতায় আরও উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি আখতার জাহান চৌধুরী, শাহনাজ লাভলী, সদস্য এমএস হাসান, রাশেদা আক্তার খানমসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী।