কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠন।
বুধবার (২৬জুন) সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটি পালন করা হয় এবং পরে বসুরহাট পৌরসভা মিলনায়তনে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করে দলটি।
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভা মেয়র আবদুল কাদের মির্জা। বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ আবু নাসের, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আজিজুল হক, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি অ্যাডভোকেট শাহিদুর রহমান তুহিন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাহাজ উদ্দিন মামুন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুর রহমান, বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক রাজু খান, যুবলীগ সাধারণ সম্পাদক হামিদুল্লাহ হামিদ, ছাত্রলীগ নেতা ইয়াসির আরাফাত, খান শিহাবুর রহমান শিহাব প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু করে দেশের অর্থনীতির উন্নতির সমৃদ্ধির সবকিছুতে একধাপ এগিয়ে আছে বাংলাদেশে আর এই এগিয়ে যাওয়ার পিছনে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলোকে আজ সমাপ্ত করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা।