স্টাফ রিপোর্টার:
বাংলা নববর্ষের পহেলা বৈশাখে নতুন আঙ্গিকে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বাণিজ্যিক প্রাণ কেন্দ্র বসুরহাটে আরও একটি ‘বিলিফ রেস্টুরেন্ট এণ্ড পার্টি সেন্টার নামে বাংলা চাইনিজ রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে।
বসুরহাট পুরাতন টেম্পু স্টান্ড সোমবার ১৪ এপ্রিল,পহেলা বৈশাখ,সকাল ৮ ঘটিকায় বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার মোহাম্মদ নওশাদ ফিতা কেটে এই বিলিফ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার উদ্বোধন করেন।
ইঞ্জিনিয়ার মোহাম্মদ নওশাদ বলেন,
রেস্টুরেন্টটির মনোরম ও নির্মল পরিবেশ ভোজন রসিকদের প্রশান্তি দেবে বলে আমি মনে করি। তিনি বলেন, আমি প্রত্যাশা করি সুস্বাদু চাইনিজ খাবারের সমাহার এবং চমৎকার পরিবেশনের কারণে অতিথিদের কাছে কোম্পানীগঞ্জের অন্যতম জনপ্রিয় একটি রেস্টুরেন্ট হয়ে উঠবে বিলিফ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার।
প্রোপাইটার কামরুজ্জামান বাবু বলেন, ভোজনবিলাসী মানুষগুলোর কথা ভেবে নতুন মাত্রা নিয়ে যাত্রা শুরু করেছে বিলিফ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার নারী-পুরুষ জন্য মনোরম পরিবেশ খাবারের গুণগত মান ঠিক রেখে আমাদের কার্যক্রম পরিচালিত হবে।
এই রেস্টুরেন্টে থাকবে মানসম্মত খাবারের নিশ্চয়তা। দেশি খাবারের পাশাপাশি থাকবে সব ধরনের চাইনিজ খাবারের সমাহার। এছাড়াও বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, কাবাব, বিফ, চিকেনের রেসিপি।এখানে বিয়ে, সুন্নতে খাতনা ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা যাবে।এই শুভযাত্রায় সকলের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন। এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা মিজানুর রহমান মিলনসহ স্থানীয় গণমাধ্যম কর্মী, গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, মাওলানা মোঃ আহছান উল্লাহ।