কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ইসমাইল হোসেন মানিক (৩৭), চরফকিরা ইউনিয়নের চরকালী গ্রামের কমর আলী বেপারী বাড়ি মো. হাফেজ উল্যার ছেলে এবং সে পেশায় একজন রাজমিস্ত্রী ছিল।
আজ (১৭ মে) সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ৫নং চরফকিরা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, অটোরিকশা যোগে চাপরাশির হাট বাজার থেকে বাড়িতে আসার পথে চরফকিরা ইউনিয়নের চরকালী ১নম্বর ওয়ার্ডের ডা. মনোতোষের পুকুরের পূর্ব পাড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সাইকেল আরোহী আরাফাতকে (১২) রক্ষা করতে গেলে অটোরিকশা উল্টো রাজমিস্ত্রী মানিক গুরুত্বর আহত হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য মাইজদী নেওয়ার পথে সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।