কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলায় হানিফ আমেরিকান সিটির সৌজন্যে এবং ওমর আলী রাজের সার্বিক সহযোগিতায় কোম্পানীগঞ্জ উপজেলা ও কবিরহাট উপজেলার ৩ শতাধিক শিক্ষার্থীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্যোক্তা ওমর আলী রাজের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম। বিশেষ অতিথি ছিলেন, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্যজীবি দলের সিনিয়র সহ-সভাপতি মো. সিরাজ, সমাজ সেবক মো: জয়নাল আবেদীন হাজারী, কনটেন্ট ক্রিয়েটর মো. ফরহাদুল ইসলাম পাবেল, জাহিদ হাসান ফাহিম, জহিরুল ইসলাম রাসেল প্রমূখ।
কোর্সটির কোর্স কো-অর্ডিনেটর মোঃ গিয়াস উদ্দিন রুবেল জানান, ৬মাস মেয়াদী কোর্সটিতে শিক্ষার্থীদের ট্রেনিংয়ের জন্য থাকছেন ফেনী ও ঢাকার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী। কোর্স শেষে শিক্ষার্থীদের সনদ ও প্রয়োজনীয় সকল আইটি সাপোর্ট দেয়া হবে।