কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান বাদল আটক

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃস্পতিবার (১১ মার্চ) বিকেল ৪টার দিকে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে তাকে আটক করে।

বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যায় পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নোয়াখালী প্রেস ক্লাব ও পাশের রেডক্রিসেন্ট আঙ্গিনা ঝাড়ুদার আবু তাহের বলেন, ‘আনুমানিক পৌনে ৪টার দিকে মিজানুর রহমান বাদল রেডক্রিসেন্ট অফিস সংলগ্ন চায়ের দোকানে বসে চা খাওয়া অবস্থায় একটি কালো রঙের মাইক্রোবাস এসে থামে। গাড়ি থেকে চার-পাঁচজন নেমে তাকে (বাদল) কথা আছে বলে গাড়িতে উঠিয়ে পশ্চিম দিকে চলে যায়।’ তিনি আরও বলেন, ‘গাড়িতে থাকা লোকজনের গায়ে পুলিশের পোশাক ছিল না; তবে একজনের হাতে ছোট একটি অস্ত্রের মতো ছিল।’

বাদলের স্ত্রী সেলিনা আক্তার কাকুলি বলেন, মঙ্গলবার দুপুরে মিজানুর রহমান বাদল জেলা শহর মাইজদী যান। বিকালে একদল সাদা পোশাকধারী পুলিশ জেলা প্রেস ক্লাবের সামনে থেকে তাকে গাড়িতে তুলে নিয়ে যায়।

উল্লেখ্য, গত দেড় মাস ধরে বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিহবন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই মেয়র মির্জা কাদেরের সাথে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিরোধের জের ধরে পুরো উপজেলা জুড়ে এক অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়।  দুইবার রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলিতে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির সহ সিএনজি চালক ও যুবলীগ কর্মি আলাউদ্দিন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। অবশেষে টনক নড়ে স্থানীয় প্রশাসনসহ সরকারি দলের উপর মহলে।

অপরদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে বসুরহাট পৌরসভার সামনেও ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

কোম্পানীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ‘নেই পাশে যার, সমাজসেবা আছে...

কোম্পানীগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: শিক্ষা, ঐক্য, প্রগতির শ্লোগান সামনে...

সোনাইমুড়ী থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্রসহ ৩ বন্ধু গ্রেপ্তার

টাইম ডেস্ক:সোমবার (৩০ ডিসেম্বর) রাত ২টায় সোনাইমুড়ী উপজেলার নদোনা...

১৫ জানুয়ারির মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ দিতে সরকারকে আল্টিমেটাম!গণপরিষদ নির্বাচন!গণহত্যায় জড়িতদের বিচার ও আহতদের চিকিৎসার দাবি!

টাইম ডেস্ক:সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করার আহ্বানবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা...