কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, ধর্মীয় নেতা, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউল হক মীর এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, সহকারী কমিশনার (ভূমি) সু-প্রভাত চাকমা, থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সেলিম প্রমুখ।
জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান কোম্পানীগঞ্জ উপজেলার নদী ভাঙন রোধ, প্রাইমারী শিক্ষার মানোন্নয়ন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পুরোপুরি বাল্য বিয়ে বন্ধ, আগামী জুনের মধ্যে শতভাগ স্যানিটেশন, সুপেয় পানির ব্যবস্থা, মাদক নির্মূল, ইভটিজিং বন্ধ, হাসপাতালে অক্সিজেনের ব্যবস্থা, ডিজিটালাইজড এর মাধ্যমে সরকারি অফিসগুলোর বিপ্লব সাধন, ভূমি অফিসের স্বচ্ছতা আনার চেষ্টা, শতভাগ ইমিওটেশন বাস্তবায়ন, চরবালুয়াতে পুলিশ ফাঁড়ি স্থাপন, স্বন্দীপের সাথে সীমানা বিরোধ মীমাংসা, বসুরহাট বাজারে কমপ্লেক্স নির্মাণ, পল্লী বিদ্যুৎ সমস্যা নিরসন সহ নানা কর্মসূচী সকলের সহায়তায় বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।