আন্তর্জাতিক ডেস্ক :: মালয়েশিয়ায় করোনাকালীন গতিবিধি নিয়ন্ত্রণ আদেশ চলাকালীন দেশটির ইমিগ্রেশন বিভাগ ১৮ মার্চ থেকে ১ জুলাই পর্যন্ত বিভিন্ন সময় ৫ হাজার ৯৯১ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করে। যার মধ্যে প্রায় ২৭৯ বাংলাদেশি রয়েছেন।
মালয়েশিয়ার জাতীয় সুরক্ষা কাউন্সিল গতকাল মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, আটককৃত সকলকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে।
আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়ার ৪ হাজার ১০১ জন, থাইল্যান্ডের ৬৩৭, পাকিস্তানের ৩৮০, চীনের ৭৩, ভারতের ২৬, শ্রীলঙ্কার ১১ জন এবং বিভিন্ন দেশের আরও ৪৪ জন আটক রয়েছে বলে সূত্র জানায়।