বেগমগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর বেগমগঞ্জের একলাশ পুর (৫৫) ও চৌমুহনীতে (৪০) করোনা উপসর্গ নিয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। অপরজনের নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। মঙ্গলবার পৃথক সময় তাদের মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, একলাশপুরে মৃত্যু হওয়া ব্যক্তি একটি কারখানায় চাকরি করতেন। গত কয়েকদিন যাবৎ তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেলা ১১ টায় তার মৃত্যু হয়।তিনি বেগমগঞ্জ উপজেলার জিরতলীর বাসিন্দা,একলাশপুর বাজারে একটি ভাড়া বাসায় থাকতেন।তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
বেগমগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস বলেন-চৌমুহনী কলেজ রোডে একজন ভাড়াটিয়া সকালে অসুস্থ হয়ে মারা যান। খবর পেয়ে তার বাসাটি লকডাউন করা হয়েছে। মৃত্যুর ৩ ঘণ্টা পার হয়ে যাওয়ায় তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা যায়নি। তিনি সোনাইমুড়ী পদিপাড়া এলাকার বাসিন্দা এবং একটি প্রাইভেট চাকরি করতেন।