সদর (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীতে করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া রিক্সা চালক, ভ্যান চালকসহ বিভিন্ন শ্রেণি পেশার ৭৭ হাজার মানুষকে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানের মাধ্যমে নগদ মোবাইল ব্যাংকিং এর সাহায্যে অর্থ সহায়তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সকাল ১১টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে সারা দেশের সাথে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘোষণা দেন। জানা যায়, সারাদেশে ৫০ লক্ষ কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে বিশেষ প্যাকেজের মাধ্যমে এই সহায়তা দিলেন প্রধানমন্ত্রী। প্রতিটি মানুষ ২ হাজার ৫০০ টাকা করে এ সুবিধা পাবে। ঈদের আগে সবার হাতে এই টাকা পৌঁছে যাবে।
নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাসের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, জেলা পরিষদের চেয়ারম্যান ড. এবিএম জাফর উল্যা, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান, লে. কর্নেল উজ্জল আহম্মেদ পিএসসি, ধর্মপুর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট ছিদ্দিকুর রহমান সাবু ও নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক আকবর হোসেন সোহাগ প্রমুখ।
পরে জেলা প্রশাসক মোবাইলে ম্যাসেজ পাওয়া কয়েকজন কর্মহীন মানুষের হাতে নগদ টাকা তুলে দেন।