সদর (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীতে করোনাভাইরাস নিয়ন্ত্রণে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে লিফলেট ও প্ল্যাকার্ডসহ মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ।
শনিবার সকালে নোয়াখালী বেগমগঞ্জ চৌমুহনী এলাকা থেকে তারা প্রথম প্রদর্শনী কার্যক্রম শুরু করে নোয়াখালীর জেলার প্রধান শহর প্রদর্শন করেন তারা।
এই কার্যক্রমের আওতায় জনসচেতনতা সৃষ্টিতে পায়ে হেঁটে মাইকিং করে করোনা নিয়ে আতঙ্ক সৃষ্টি না করার আহ্বান জানানো হয়। করোনা থেকে রক্ষা পেতে কিভাবে চলাফেরা করতে হবে সে বিষয়েও লিফলেটও বিতরণ করা হয়। সেই সঙ্গে সকলকে ঘর থেকে অকারণে বাহিরে বের না হওয়ার আহ্বান জানানো হয়।
একই সাথে বিভিন্ন দোকানের সামনে সামাজিক দূরত্ব বজায় রাখতে ব্লক পদ্ধতিতে সাধারণ মানুষকে কেনাকাটা করার জন্য ব্লক একে সেখানে সামাজিক দূরত্ব নিশ্চিত করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন মেজর কামরুল, অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেল শাহজাহান শেখ, বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর- রশীদ চৌধুরী, বেগমগঞ্জ সহকারী ভূমি কর্মকর্তা সারোয়ার কামাল।