Home Blog Page 36

চরকাঁকড়া সেভেন স্টার সমিতির নির্বাচন যতোই ঘনিয়ে আসছে প্রার্থীদের ততই গণসংযোগ গতি বাড়ছে

0

এএইচএম মান্নান মুন্না :: কোম্পানীগঞ্জের বিভিন্ন পেশার মানুষের সঞ্চয় আমানত আর্থিক প্রতিষ্ঠান উত্তর চরকাঁকড়া সেভেন স্টার সমবায় সমিতি লি: নির্বাচন আগামী ৯ মার্চ। এবার নির্বাচন হচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। স্থানীয় সরকার নির্বাচনের মতো দিন যতই ঘনিয়ে আসছে, ততই গণসংযোগে গতি বাড়াচ্ছেন প্রার্থীরা।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী করছেন ৩ জন সহসভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদের ২জন, পরিচালক পদে ৯ জন মোট ১৭ জন প্রার্থী ভোটের মাঠ দখলে নিতে খুবব্যস্ত সময় পার করছেন। সকাল, সন্ধ্যা,রাত তারা বসে নেই ভোটারদের বাড়ীতে বাড়ীতে গিয়ে ভোট ভিক্ষা চাচ্ছেন। সভাপতি পদে লড়ছেন আব্দুল আজিজ (প্রতিক দেয়াল ঘড়ি),আব্দুল আউয়াল (প্রতিক চেয়ার), মামুনুর রশিদ ( প্রতিক ছাতা), সহসভাপতি পদে মিজানুর রহমান (প্রতিক বাইসাইকেল), রমজান আলী মিশন (প্রতিক মোবাইল), সিরাজ মিয়া (প্রতিক ঈগল), সাধারণ সম্পাদক পদে আবদুর রহমান (প্রতিক আনারস), মো:আলমগীর হোসেন (প্রতিক হরিণ), পরিচালক পদে এবিএম সিদ্দিক (প্রতিক মোরগ), আরিফ হোসেন (প্রতিক আম), মো: করিমল হক (প্রতিক ফুটবল), জাহাঙ্গীর আলম (প্রতিক প্রজাপতি), জিয়াউর রহমান (প্রতিক মই), নূরুল অমিত (প্রতিক চশমা), মিজানুর রহমান (প্রতিক তালাচাবি), মো: সামছুু উদ্দীন (প্রতিক উটপাখি), সবুজ মিয়া (প্রতিক মাছ)।

সমিতির এ নির্বাচন ঘিরে ভোটার এলাকায় আনাচে কানাচে চলছে প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যকার ভোটযুদ্ধ। প্রতিটি পাড়া-মহল্লা ছেয়ে গেছে সাদা-কালো পোস্টার ও রঙ্গিন ছবি এবং প্রতিকযুক্ত স্টিকার- ফ্যাস্টুন।

সমিতির উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাওয়া হচ্ছে। সবমিলিয়ে উৎসবের নগরীর আদল হয়ে উঠেছে এলাকা। প্রচারেই প্রসার—এই নীতিতে কমতি নেই প্রার্থীরা। এদিকে ভোটাররাও অনেকেই মুখ খুলছেন না তারা কাকে ভোট দিবেন। তবে, তারা ভোটের দিন যোগ্য লোক বেচে নিবেন বলে ভোটারদের অনেকেই জানিয়েছেন।

ভোটার এলাকায় আসলেই বোঝা যায় কতটা উৎসবমুখর পরিবেশে এবারের নির্বাচন হচ্ছে। পরিচালক প্রার্থীরাও থেমে নেই ৬জন পরিচালকের জন্য ৯জন প্রার্থী হয়েছেন এবার। নির্বাচনী এলাকায় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে চা আপ্যায়ন। ভোটাররা মুখ না খোলাতে এখনই বলা যাচ্ছে না কে জিতবেন।

ভোটের আগের দিন বোঝা যাবে কার অবস্থান বেশি শক্ত। প্রার্থীরা সবাই বলছেন ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি।সমিতির চলমান উন্নয়নে আমাকেই বেছে নেবে ভোটাররা ।

তবে, নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ভোটার বলেন, পরিবর্তনের লক্ষ্যে এবার ভোটাররা মুখিয়ে আছে।

২০০০ সালে এ সমিতি প্রতিষ্ঠিত হয়। অত্র সমিতির ৫৫২ জন সদস্য রয়েছেন। তার মধ্যে পুরুষ সদস্য ৩৭২ জন, মহিলা সদস্য ১৮০ জন। চলতি মাসের ৯ তারিখে সকাল ১০ থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করা হবে। এবার নিয়ে পঞ্চম বারের মতো ভোট হচ্ছে।

নির্বাচন কমিশনের সদস্য এম ওয়াহিদুর রহমান বলেন, কোন ধরনের যেন ভোটারদের আশঙ্কা না থাকে সে ব্যবস্থায় ভোট হবে। সুষ্ঠু, সুন্দর, উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে একটি গ্রহনযোগ্য নির্বাচন আমরা ভোটারদের উপহার দিব।

চাটখিলে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সাথে মতবিনিময়

0

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :: নতুন কারিকুলাম বাস্তবায়নের ও বিস্তরণে শিক্ষায় মানোন্নয়নে চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এবং একটিভ ফাউন্ডেশনের আয়োজনে আজ সকাল ১১টায় চাটখিল উপজেলা অডিটোরিয়ামে উপজেলার সকল স্তরের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আহসান উল্যাহ চৌধুরী এর সভাপতিত্বে ও জমিয়াতুল মোদারেসিন এর সেক্রেটারি মাওলানা ওমর ফারুক ও বিপুল কুমার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাটখিল উপজেলার চেয়ারম্যান, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু,জেলা আওয়ামী লীগের সদস্য ও প্যানেল মেয়র আহসান হাবীব সমীর, বি.আর.ডি.ভি চেয়ারম্যান মিজানুর রহমান ভিপি, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আমজাদ হোসেন, জমিয়াতুল মোদারেসিন এর সভাপতি মাওলানা আবদুল মান্নান,মাধ্যমিক শিক্ষক সমিতির চাটখিল উপজেলা শাখার সভাপতি মোর্শেদ আলম স্বপন,মাস্টার ট্রেইনার জসিম উদ্দিন, ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রুহুল আমিন, কড়িহাটি ফাযিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন প্রমুখ।

সভায় বক্তারা নতুন কারিকুলাম বাস্তবায়নের মধ্য দিয়ে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। আর এই জন্য শিক্ষদের ভূমিকা প্রধান। তাই শিক্ষকদের আন্তরিকতার সাথে নতুন কারিকুলাম বাস্তায়নের আহবান জানান।

কোম্পানীগঞ্জে নিখোঁজের ৫ দিন পর শরিফ’র লাশ পেল সব্জি ক্ষেতে

0

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের একটি সবজিক্ষেত থেকে মো. শরীফ (২৭) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজের ৫ দিন পর বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত শরীফ ওই ওয়ার্ড এর মুন্সি আবদুল আজিজের বাড়ির মিয়া মিস্ত্রির ছেলে। সে শারীরিক প্রতিবন্ধী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ দিন ধরে নিখোঁজ ছিল শরীফ। পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোন সন্ধান পায়নি। বৃহস্পতিবার বিকেলে ৩নং ওয়ার্ড এর একটি সবজিক্ষেতে মালিক সবজি তুলতে গিয়ে মৃতদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শরিফের মৃতদেহ উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী বলেন, নিহত শরীফ শারীরিকভাবে প্রতিবন্ধী তার পায়ে সমস্যা ছিল । প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ কিছু বলা যাচ্ছে না। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।

চাটখিলে জাতীয় বীমা দিবস পালিত

0

চাটখিল (নায়াখালী) প্রতিনিধি :: “করবো বীমা গড়বো দেশ,স্মার্ট হবে বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।

আজ শুক্রুবার ১লা মার্চ সকাল ১০ টায় র‌্যালি শুরু হয়ে চাটখিল পৌরশহরে বিভিন্ন অলি গলি প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে শেষ হয়। এসময় উপজেলা প্রশাসন মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রগতি লাইফ ইন্সুরেন্স, জীবন বীমা কর্পোশন এবং ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানীর আয়োজনে ভাচুয়েল ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সারাদেশে একযোগে বঙ্গভবন থেকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স, ডেল্টা লাইফ, রূপালী লাইফ, ফারেস্ট ইসলামী লাইফ, সোনালী লাইফ, মাকেন্টাইল ইসলামী লাইফ সহ বিভিন্ন বীমা কোম্পানীর বীমা গ্রাহক, প্রতিনিধি ও আগত অতিথিরা উপস্থিত ছিলেন।

চাটখিল উপজেলায় ‘উন্নয়নে সরকারী বরাদ্দের চেয়ে আমি বেশি করেছি’- আলহাজ্ব জাহাঙ্গীর কবির

0

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :: চাটখিল উপজেলার উন্নয়নে সরকারি বরাদ্দের চেয়েও ব্যক্তিগতভাবে বেশি কাজ করেছি এবং আমি জনগণের কল্যাণে আছি এবং থাকবো’ বলে আশাবাদ ব্যক্ত করেছেন চাটখিল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং একটিভ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির।

তিনি আরো বলেন আমার উপজেলায় বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধি ভাতা ছাড়াও ব্যক্তিগত প্রতিষ্ঠান একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী, গৃহহীনদের ঘর নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন প্রকল্পে সরকারি খরচের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে আর্থিক সহযোগিতাও করেছি। উপজেলার উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আসন্ন উপজেলা নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করে তিনি গতকাল বিকেলে উপজেলার ০৫ নং মোহাম্মদপুর ইউনিয়নের জনতা বাজার জনতা উচ্চ বিদ্যালয়ে মাঠে আসন্ন চাটখিল উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে ইউনিয়নের দলীয় নেতাকর্মী ও কয়েক হাজার জনগনের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

মোহাম্মদপুর ইউনিয়ন (পূর্ব) আওয়ামীলীগ সভাপতি জহির উদ্দিন স্বপন’র সভাপতিত্বে এবং পশ্চিম আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন কিরণের সঞ্চলানায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সদস্য ও চাটখিল পৌরসভার সাবেক প্যানেল মেয়র আহসান হাবীব সমীর, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, সাবেক উপজেলা সংস্কৃতি বিয়ষক সম্পাদক সামছুল আলম মন্টু, সাবেক উপজেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আহমেদ হোসেন সোহাগ,উপজেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবর, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য জাফর ইকবাল জামাল, গোলাম সারওয়ার, চাটখিল পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক বাজিব হোসেন রাজু, মোহাম্মদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শিপন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল আলম ফাহাদ প্রমূখ।

চাটখিল কামিল মাদরাসার সভাপতিকে সংবর্ধনা

0

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর চাটখিল উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসার সভাপতি পদে সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভূঁইয়া নির্বাচিত হওয়ায় শিক্ষকদের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা মিলনায়তনে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বশির উল্যাহর সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক মামুন হোসেন এর সঞ্চালনায় মাদ্রসার শিক্ষকদৃন্দ বক্তব্য রাখেন।

এর আগে চাটখিল প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, সাংবাদিক ফোরাম, মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন ও ব্যক্তিবর্গ তাকে সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

নবনির্বাচিত সভাপতি সাংবাদিক মেহেদী হাছান বলেন, চাটখিলের এই দ্বীনি সর্বোচ্চ বিদ্যাপীঠের সার্বিক উন্নয়নে আমি আমাদের স্থানীয় সাংসদ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এম ইব্রাহিম এর সহযোগিতা নিয়ে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সাথে রেখে মাদ্রাসা ও শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাব-ইনশাআল্লাহ।

উল্লেখ্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে ২২ ফ্রেরুয়ারি রেজিস্ট্রার স্বাক্ষরিত চাটখিল কামিল মাদরাসা গভর্নিং বডির সভাপতি পদে সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভূঁইয়া নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করে।

চাটখিলে বিয়ে নিয়ে অভিমান করে কিশোরের আত্মহত্যা

0

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর চাটখিলে বিয়ে অভিমান করে আদনান সামি নিলয় (২০) নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া যায়। বুধবার সন্ধ্যায় চাটখিল থানাধীন চাটখিল মহিলা কলেজের পাশের আবাসিক এলাকায় বকশি মঞ্জিল এর ৫ম তলায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত আদনান সামি চাটখিল থানার দশানি টবগা গ্রামের আব্দুল করিম মিয়াজি বাড়ির সামছুল হুদার ছেলে। সে স্থানীয় চাটখিল সরকারি কলেজ থেকে এ বছর ইন্টার পাশ করেছে বলে জানা যায়। তিনি আরও বলেন, কিছুদিন ধরে বিয়ে করবে বলে জানিয়ে আসছিল তার বাবা মাকে। কিন্তু তার বয়স না হওয়ায় বাবা-মা বিয়ে করাতে রাজি হয়নি। এই অভিমানেই সম্ভবত সে আত্মহত্যা করেছে।

নিহত আদনানের চাচা বদরোদ্দোজা বলেন, আদনান চাটখিল পৌরসভার ৬নং ওয়ার্ডের মহিলা কলেজের পাশের আবাসিক এলাকায় ভাড়া বাসায় বাবা মার সঙ্গে থাকত। তার বাবা চাটখিল মাছ বাজার মসজিদের পাশে মসলার ব্যবসা করেন। বুধবার সকালে আদনানের মা ও বোনসহ সবাই মাইজদী কেনাকানা করার জন্য গিয়েছিল। বিকেলে আদনানের বাবা বাসায় এসে দরজা বন্ধ দেখে লোকজন ঢেকে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করলে ফ্যানের সাথে আদনানকে ঝুলতে দেখা যায়। এসময় পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।

চাটখিল থানার ওসি ইমদাদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

জাতীয় নির্বাচনে বিএনপি না এসে ভুল করেছে, এবার উপজেলা নির্বাচনে না এলে ভুলের খেসারতে পালাতে হবে – ওবায়দুল কাদের

0

এএইচএম মান্নান মুন্না :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু-মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামীতে ধ্বংসাত্মক কর্মসূচি দিলে ২৮তারিখের (অক্টোবর) মতো বিএনপিকে যেমনি পালাতে হবে, আবার উপজেলা নির্বাচনে না এলো রাজনীতি থেকে পালাতে হবে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রী তার মায়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর বসুরহাট পৌরসভার বড় রাজাপুর গ্রামে তার নিজ বাড়িতে আয়োজিত মিলাদ মাহফিল ও ভোজের পর উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে ৪২ শতাংশের বেশি ভোট পড়েছে। আগামি উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি আরো অনেক বেশি হবে। দ্বাদশ জাতীয় নির্বাচনে বিএনপি না এসে ভুল করেছে, এবার উপজেলা নির্বাচনে বিএনপি না এলে এ ভুলের খেসারত তাদেরকে বহুদিন দিতে হবে।

বিএনপির আন্দোলন সম্পর্কে মন্ত্রী বলেন, ২৮ অক্টোবর তারা রাজপথ থেকে পালিয়ে গিয়েছিল। আগামীতে ধ্বংসাত্মক কর্মসূচি দিলে ২৮ তারিখের মতো তাদেরকে আবারও পালিয়ে যেতে হবে।

এরআগে দুপুর ১টায় দাগনভুঞাঁ-বসুরহাট-সোনাপুর সড়ক প্রকল্পের চলমান কাজ পরিদর্শন শেষে বসুরহাট পৌরসভার বড়রাজাপুর গ্রামের বাড়িতে যান। সেখানে মা-বাবার কবর জিয়ারত শেষে পুলিশের দেওয়া গার্ড অব অনার গ্রহণ করেন এবং পরে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন। মেজবান অনুষ্ঠানে ১’শ মণ গরুর মাংস দিয়ে ১৫ হাজার লোকের জন্য দুপুরে ভোজের আয়োজন করা হয়।

২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি (সোমবার) রাত ১০টা ৪০মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন্নেসা মারা যান। পরদিন নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

অনুষ্ঠানে নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের এমপি একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের এমপি মোহাম্মদ আলী, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের এমপি মামুনুর রশিদ কিরন, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের এমপি মোরশেদ আলম, ফেনী-২ (সদর) আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী-৬ আসনের সাবেক এমপি আয়েশা ফেরদাউস, নোয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি এ এইচ এম খাইরুল আনম চৌধুরী সেলিম, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুর কাদের মির্জা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল,কবিরহাট উপজেলা আওয়ামী লীগ মোহাম্মদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রায়হান, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শাহাব উদ্দিন, ফেনী পৌরসভা মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ফখরুল ইসলাম রাহাত, তাশিক মির্জা কাদের, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তাজভীর’র ভুল খৎনার সময় উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয় কুমার ছিলেন না

0

প্রতিবেদক :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচারে দক্ষতার অভাবে খৎনায় ভুল চিকিৎসাসেবায় শিশুর লিঙ্গের পিনিস কেটে ফেলায় শিশুটির মৃত্যুঝুঁকির মতো পরিস্থিতি তৈরী হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয় কুমার দে এর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রকাশ করা হয়েছে এ প্রতিবেদকের অনুসন্ধানে বিজয় কুমার জড়িত এমন কোন সত্যতা পাওয়া যায়নি। অপরদিকে ভুক্তভোগী পরিবার থেকে বিজয় কুমার বিরুদ্ধে কোন অভিযোগ আসেনি। বিজয় কুমার দে ওই দিন দুপুর ২ টা পর্যন্ত অফিস করেছেন তিনি পালিয়ে যাননি।

অনুসন্ধানে জানা গেছে, ঘটনার দিন ডিউটি ছিল মেডিকেল অফিসার ডা: লায়লা সবরিন শাহরিন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয় কুমার দে ও এমএলএসএস আহছান উল্লা। তবে এসময়ে বিজয় কুমার দে অন্য কক্ষে কাজ করে ছিলেন ।

এমন সময় ভুক্তভোগী শিশু আল নাহিয়ান তাজভীর পিতা আলমগীর হোসেন তার ছেলেকে খৎনা করার জন্য জরুরী বিভাগে আসেন অপর দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপসহকারী মেডিকেল আবু নাছেরের জন্য অপেক্ষা করছেন। আবু নাছের আসার আগে এম এল এস এস আহছান উল্লাহ শিশু আল নাহিয়ান তাজভীর বাবা আলমগীর হোসেন কে জরুরী বিভাগে ডেকে শিশুকে রেখে শিশুর বাবা আলমগীর হোসেন কে জরুরী বিভাগ থেকে বের করে দেন। পরে মেডিকেল এসিস্টেন্ট ( শিক্ষানবিশ) সৌরভ ভৌমিক শিশু আল নাহিয়ান তাজভীরকে খৎনার কাজ শুরু করেন। এমন সময়ে শিশুর পিনিস অংশ কেটে ফেলে এতে শিশুটির অতিরিক্ত রক্তক্ষণের ঘটনা ঘটে।

শিশু তাজভীর পিতা আলমগীর হোসেন জানান, আমি জরুরী বিভাগে আমার ছেলেকে খৎনা করার উদ্দেশ্যে অপেক্ষা করছি ডাক্তার আবু নাছের জন্য। এমন সময় ডাক্তার পরিচয় দেয়া সৌরভ ভৌমিক ও হাসপাতালের দারোয়ান আহছান উল্লা আমার ছেলের কাটা কাটি শুরু করে। এসময়ে আমার বাচ্চা চিৎকার শুরু করে আমি তার চিৎকার শুনে গিয়ে দেখি আমার ছেলের প্রচুর রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তে ভ্যাট ভিজে গেছে এমন সময়ে আমাকে দেখার সুযোগ করে না দিয়ে তারা আমাকে দু’জনে ধরে রেখেছে তখন আমার চিৎকারে আশ পাশ থেকে লোকজন আসলে মেডিকেল এসিস্ট্যান্ট সৌরভ ভৌমিক ও দারোয়ান (এমএলএসএস) আহছান উল্লাসহ তিন জন পালিয়ে যায়। শিশুর পিতা আলমগীর হোসেন এ ঘটনায় জড়িতদের সুষ্ঠু তদন্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল বিজয় কুমার দে’র সাথে আলাপ করা হলে তিনি জানান, ওই দিন জরুরী বিভাগের আমার ডিউটি থাকলেও আমি শিশু আর নাহিয়ান তাসভীর এর খৎনা সাথে জড়িত ছিলাম না আমি তাজভীরকে খৎনা করিনি আমি অপর কক্ষে কাজে ব্যস্ত ছিলাম। শিশুটিকে খৎনা করেছে অপর মেডিকেল এসিস্ট্যান্ট সৌরভ ভৌমিক ও সহযোগিতায় ছিল এমএলএসএস আহছান উল্লাসহ অপর একজন। আমি পালিয়ে যায়নি ওদিন দুপুর ২ টা পর্যন্ত জরুরি বিভাগে ডিউটি করে বাড়ি ফিরছি। কখনো আমি পালিয়ে যায়নি আমার বিরুদ্ধে অপ প্রচার করা হয়েছে।

এ ব্যাপারে শিশুর জ্যাঠা শেখ ফরিদ জানান, কথিত ডাক্তার আমার ভাইয়ের ছেলে আল নাহিয়ান তাসভীরকে অদক্ষ ডা: খৎনা করার সময়ে অস্ত্রোপচার ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয় সে বর্তমান উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে । তার ভবিষ্যৎ নিয়ে আমারা চিন্তিত। যারা এ শিশুটিকে ভুল খৎনাকরে মৃত্যুঝুঁকির মতো পরিস্থিতি তৈরী করেছে আমি কোম্পানীগঞ্জ থানায় ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। অভিযুক্তরা হলো মেডিকেল অফিসার ডা: লায়লা সাবরিন শাহরিন ও মেডিকেল এসিস্ট্যান্ট (শিক্ষানবিশ)সৌরভ ভৌমিক এবং এমএলএসএস( দারোয়ান) আহছান উল্লা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয়ের বিরুদ্ধে কেন অভিযোগ দেয়া হয়নি এমন প্রশ্নের জবাবে অভিযোগকারী শেখ ফরিদ বলেন,ঘটনার সাথে যারা জড়িত ছিল আমি তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি,মেডিকেল এসিস্ট্যান্ট বিজয় কুমার দে খৎনা করানোর সময় ছিল না এবং আমরা তাকে তখন দেখিনি। তিনি আরো বলেন এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ দুই সদস্য তদন্ত কমিটি গঠন করেছে তদন্তে অন্য কেউ জড়িত থাকলে সেটি তদন্ত কমিটির ব্যাপার আমি সুষ্ঠু তদন্তের দাবি করছি ও জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ সেলিম এ প্রতিবেদক কে জানান, এ ঘটনায় দু’ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে যারা অপরাধী তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্ট বিভাগীয় ব্যবস্থা নিবেন। জরুরি বিভাগে খৎনা করা তাদের কাজ না, তাদের কাজ হচ্ছে কাঁটা- সিটার সেলাই করা, জরুরী বিভাগে খৎনার কাজ করা নিষেধ রয়েছে খৎনা করবে হাসপাতাল ম্যানেজমন্টের সিদ্ধান্তের মাধ্যমে অপারেশন বিভাগ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিজয় কুমার কে কেন? শাস্তি মূলক সেন্টমার্টিনে বদলী করা হয়েছে এমন প্রশ্নের জবাবে ডা: সেলিম বলেন, তাকে শাস্তি মূলক বদলী করা হয়নি জনস্বার্থে তাকে ওখানে বদলীর আদেশ দেয়া হয়েছে।

এ্যাড. রহমত উল্যাহ বিপ্লব লক্ষ্মীপুর আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত

0

স্টাফ রিপোর্টার :
লক্ষ্মীপুর জেলা আইনজীবি সমিতির নির্বাচনে এ্যাডভোকেট রহমত উল্যাহ বিপ্লব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ্যাডভোকেট রহমত উল্যাহ বিপ্লব লক্ষ্মীপুরের আওয়ামী ঘরনার রাজনীতিতে বহুল আলোচিত এবং সর্বস্তরে গ্রহণযোগ্য জনপ্রিয় একটি নাম। সমাজে স্বার্থপর মানুষের যেমন অভাব নেই, তেমনি নিঃস্বার্থ আলোকিত মানুষও আছেন। একই সমাজে পাশাপাশি বসবাস করে কেউ সমাজে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করে গড়ে তোলে আপন সুখের প্রাসাদ, আবার কেউ তার সর্বস্ব বিলিয়ে দেয় জগতের কল্যাণে।
লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট রহমত উল্যাহ বিপ্লব, তারুণ্যের প্রোজ্জল আভায় উদ্ভাসিত ইতিবাচক রাজনৈতিক ধারার তেমনি এক আলোর ফেরিওয়ালা, যিনি সীমিত সাধ্যের মধ্যে থেকেও এলাকার মানুষের কল্যাণে স্বপ্ন দেখেন অনেক বড় কিছু করার। নানা প্রতিকূলতার মধ্যেও জনকল্যাণের সেই ল্েয তিনি কাজ করে এগিয়ে যাচ্ছেন স্বপ্নের পথ।
একজন জনপ্রতিনিধি হিসেবে নিজ স্বার্থকে তুচ্ছজ্ঞান করে সমাজের বৃহত্তর সমস্যাসমুহ বিশেষত শিার মনোন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ, মাদক নির্মূল, নাগরিকসেবা, নিশ্চিতসহ সাধারণ মানুষের নানামুখী সমস্যার সমাধানে নিরবধি কাজ করে যাচ্ছেন এ্যাডভোকেট রহমত উল্যাহ বিপ্লব। তার বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্ব এবং বিস্ময়কর কর্মপ্রচেষ্টায় তিনি আজ লক্ষ্মীপুর বাসীর মায়ার মানুষে পরিণত হয়েছেন।
স্বীয় যোগ্যতা বলে পালপাড়া ডিএম উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ লক্ষ্মীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন সততার সাথে। লক্ষ্মীপুরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মধ্যে সর্বাধিক জনপ্রিয় রাজনৈতিক নেতাদের তালিকায় রয়েছেন এ্যাড. রহমত উল্যাহ বিপ্লব।
এ্যাডভোকেট রহমত উল্যাহ বিপ্লব ১৯৭৯ ইং সনের ২রা ফেব্রুয়ারি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের রাজবাড়ীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা মরহুম ছিদ্দিক উল্যাহ মাস্টার এবং মাতা মরহুমা রহিমা বেগম। বিপ্লবরা ৮ ভাই- বোনের মধ্যে ২য় এবং ৫ বোনের সকলেই বিবাহিত। অপর দুই ভাই হাফেজ মাওলানা ইব্রাহীম খলিল মাসুদ ও ইঞ্জিনিয়ার তাফসীরুল হক তামজীদ। তারা দু’জনেই ঢাকায় মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছেন। স্ত্রী নিলুফা ইয়াসমিন নিলু ঢাকা সিটি কলেজ থেকে মার্কেটিং বিষয়ে এম. কম ডিগ্রি লাভ করেন, বর্তমানে একটি বে-সরকারি ব্যাংকে কর্মরত। একমাত্র মেয়ে রাহিমা সিদ্দিকা ওহী, ছেলে রাহাম সিদ্দিকী সা’দ। মাধ্যমিকের ছাত্র থাকা অবস্থায় তিনি পালপাড়া ডিএম উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি ছাত্রলীগের রাজনীতি শুরু করেন। পরবর্তীতে লক্ষ্মীপুর সদর উপজেলা ছাত্রলীগের সদস্য, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ছাত্রলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে তিনি কর্মীবান্ধব নেতা হিসেবে সকলের নিকট গ্রহণযোগ্যতা লাভ করেন। ছাত্রলীগের রাজনীতির পাশাপাশি তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ লক্ষ্মীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং অদ্যবদি ১৪ দলীয় ঐক্যজোট চন্দ্রগঞ্জ থানা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও এড. রহমত উল্যাহ বিপ্লব শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ছিলেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সদস্য পদে দায়িত্ব নিয়োজিত রয়েছেন। ২০০৪ সালে জেলা ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক নির্বাচিত হয়ে আওয়ামী রাজনীতির দুঃসময়ে রাজপথের কর্মী হিসেবে সক্রিয় ভূমিকা রেখেছেন।
অনেক নেতা-কর্মীদের মতে, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে কারো কারো শিক্ষাগত যোগ্যতায় ঘাটতি থাকলেও এড. রহমত উল্যাহ বিপ্লব এম এস এস পাশ এবং লক্ষ্মীপুর জেলা জজ আদালতের একজন আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। সে নিরিখে তিনি উচ্চ শিক্ষিত এবং তাঁর শিক্ষাগত যোগ্যতা

ঘাটতি নেই বলে জানা গেছে। এড. রহমত উল্যাহ বিপ্লব স্বল্প সময়ে ফৌজদারী ওকালতিতে ব্যাপক সুনাম অর্জনে সক্ষম হন। দলীয় নেতা কর্মীদের স্পর্শকাতর মামলা পরিচালনা করায় কোর্ট-কাচারীতে নেতা- কর্মীদের আস্থার ঠিকানা হয়ে উঠেন।
রাজনীতি এবং আইন পেশার পাশাপাশি এড. রহমত উল্যাহ বিপ্লব ২০১৯ সালের নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে উপজেলার উন্নয়নে ব্যাপক অবদান রেখে যাচ্ছেন। তিনি গন্ধব্যপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি, লক্ষ্মীপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য, পালপাড়া ডিএম উচ্চ বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য, বাগবাড়ী কাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দায়িত্ব পালনসহ বহু ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও জনহিতকর প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রয়েছেন বলে জানা গেছে। করোনা কালীন সময়ে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের সাথে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।
রাজনীতি, আইন পেশা, শিা-সংস্কৃতি পাশাপাশি এড. রহমত উল্যাহ বিপ্লব প্রত্যক্ষভাবে সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত লক্ষ্মীপুর থেকে বহুল প্রচারিত দৈনিক ভোরের মালঞ্চ পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে দতার সাথে দায়িত্ব পালন করেন। বহু গুণে গুণান্বিত, লক্ষ্মীপুরের রাজনৈতিক, আইন অঙ্গণ, শিাঙ্গণ, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত এবং কর্মীবান্ধব জনপ্রিয় মুখ।