কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযোগ এসেছে চরএলাহী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক’র নেতৃত্বে আওয়ামী লীগের সভাপতি আবদুল গণির (৫৪) হাত পা ভেঙে দিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। তাকে বাঁচতে গিয়ে হামলার শিকার হয় ইউপি সদস্য বাহার মাহমুদ (৩৫) ও সিফাতসহ (১৬) সহ এক কিশোর।
শনিবার রাত সাড়ে ৮টায় চরএলাহী ইউনিয়নের নামার বাজার এলাকার ইউছুপের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
হামালায় আহত আওয়ামী লীগ সভাপতি আবদুল গণি অভিযোগ করে বলেন, ‘উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের প্রার্থী গোলাম শরীফ পিপলের পক্ষে ওয়ার্ডের কর্মীদের সঙ্গে মিটিং করে বিদায় দেওয়ার পর চরএলাহী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকসহ তার অনুসারীরা আমাদের ওপর অতর্কিত হামলা করে। এসময় তারা আমাকে, আমার ভাই ও ভাগ্নেকে মারধর করেন।
তবে এ অভিযোগ অস্বীকার করে চরএলাহী ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, যুবলীগের নেতাকর্মীদের পুনরায় মারধর করার পরিকল্পনা করলে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে সভাপতি আবদুল গণিসহ তার ভাই ও ভাগ্নেকে মারধর করে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই।’
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী বলেন, এ ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।