মোহাম্মদ উল্যাহ মিরাজ :: “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”সৃজনশীলতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা, র্যালির মাধ্যমে কোম্পানীগঞ্জ উপজেলায় দিবসটি পালিত হয়েছে।
১২ আগস্ট( মঙ্গলবার) জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে দিনের শুরুতে সকাল ১০ টায়, কোম্পানীগঞ্জ উপজেলা, যুব উন্নয়ন অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী, যুব সংগঠন, আত্মকর্মী, প্রশিক্ষণার্থী, যুব উদ্যোক্তাদের সমন্বয়ে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
এ বছর জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য বিষয় “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”
আন্তর্জাতিক যুব দিবসে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম, কোম্পানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সকল কর্মকর্তা, বসুরহাট পৌরসভার জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসাইন, বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, কোম্পানীগঞ্জেও এই দিবসটি পালনের মাধ্যমে তরুণদের মধ্যে ‘‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”র প্রসার ঘটানো হবে।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান উত্তর তারুণ্যের জয়যাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর যুবশক্তিকে মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ, সংগঠনভিত্তিক স্বেচ্ছা ও সেবামূলক কাজে যুবদের সম্পৃক্তকরণে যুব উন্নয়ন অধিদপ্তর কার্যক্রম অব্যাহত আছে। যুবরাই উন্নয়ন ও উৎপাদনের প্রধান হাতিয়ার। জুলাই গণঅভ্যুত্থানের ন্যায় বৈষম্য ও অন্যায়ের প্রতিরোধ যুদ্ধে বিজয়ী যুব সমাজকে যুব উন্নয়ন অধিদপ্তর আধুনিক বিজ্ঞানমনস্ক কারিগরি প্রশিক্ষণ, প্রশিক্ষণোত্তর আর্থিক ও উপকরণ সহায়তার মাধ্যমে মানব সম্পদে পরিণত করা হবে।